শিরোনাম
◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও)

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টারে রোপণ হলো ধানের চারা

কালীগঞ্জ প্রতিনিধি : [২] গাজীপুরের কালীগঞ্জে প্রথমবারের মতো রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ করা হলো ধানের চারা। সোমবার (১৪ সেপ্টেম্বর) কালীগঞ্জ পৌর এলাকার দূর্বাটি গ্রামে ৪ জন কৃষকের ৪ বিঘা জমিতে রোপা আমন ধানের চারা লাগানো হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সহযোগীতায় এর আয়োজন করেন কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

[৩] জানা গেছে, এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহবুব আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ফার্ম মেশিনারি এন্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ আবদুর রহমান, আবেদীন ইক্যুইপমেন্ট লিমিটেডের কৃষি প্রকৌশলী রিজওয়ান, উপজেলা কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহজাহান শেখ, মো. আক্তারুজ্জামানসহ স্থানীয় কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

[৪] উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম জানান, জানা গেছে, খরিফ-২/২০২০-২০২১ মৌসুমে কালীগঞ্জ উপজেলায় ৪১৬ টি ট্রেতে নাবী জাতের (বিআর-২২) রোপা আমন ধানের চারা উৎপাদন করা হয় যা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রে সাহায্যে ১৬ বিঘা জমিতে রোপণ করা হবে। এরই অংশ হিসেবে কালীগঞ্জ পৌর এলাকার দূবার্টি গ্রামের কৃষক শাহীন ভূঁইয়া, হযরত আলী ভূঁইয়া, আব্দুল মোতালেব ভূঁইয়া, নজরুল ইসলাম সরকারে প্রনোদনা হিসেবে ৪ বিঘা জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপা আমন ধানের চারা রোপণ করা হয়।

[৫] গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহবুব আলম বলেন, এ বছর বন্যার কারণে রোপা আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন অব্যহত রাখার জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় ট্রেতে ধানের চারা উৎপাদন করা হয়েছে যা রাইস ট্রান্সপ্লান্টারের যন্ত্রের সাহায্যে লাগানো হচ্ছে। পাশাপাশি খামার যান্ত্রিকীকরণে উৎসাহিত করার জন্য এ কর্মসূচী বাস্তাবায়ন করা হচ্ছে। সম্পাদনা : আরাফাত

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়