শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়ার বিরোধী দলীয় নেতা নাভালনিকে বিষ প্রয়োগের প্রমাণ মিলেছে ফ্রান্স ও সুইডেনের আরও দুইটি ল্যাবে

লিহান লিমা: [২] জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের মুখপাত্র স্টেফিন সেবার্ট এক বিবৃতিতে বলেছেন, বার্লিনে চিকিৎসাধীন থাকা নাভালনির শারীরিক পরিস্থিতির স্বাধীন তদন্তের ভার ফ্রান্স ও সুইডেনকে দিয়েছিলো জার্মানি। দুইটি দেশের বিশেষায়িত ল্যাবে নমুনা পরীক্ষা করে নভিচকের উপস্থিতি পাওয়া গিয়েছে। ইউরো নিউজ

[৩] তিনি আরও বলেন, এখন আমরা রাশিয়ার কাছে এই ঘটনার ব্যাখ্যা চাইবো। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে আমাদের ইউরোপীয় সহযোগিদের সঙ্গে আলোচনা হয়েছে।ব্লুমবার্গ

[৪] নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনা রাশিয়া ও জার্মানির মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। বাল্টিক সাগরের তলদেশে দিয়ে রাশিয়ার গ্যাস সরাসরি জার্মানিতে সরবরাহের প্রকল্প নর্ড স্ট্রিম ২ বাতিল করা হয়েছে।

[৫] এর আগে বার্লিনের প্রসিকিউটর বলেছেন, তারা নাভালনিকে বিষ দেয়া নিয়ে তদন্ত করতে চায়। বিষয়টি নিয়ে রাশিয়ার কাছ থেকে তথ্য সহযোগিতাও চেয়েছে জার্মানি।

[৬] তবে মস্কো বলছে, নাভালনিকে বিষ দেয়ার কোনো প্রমাণ নেই। এটি নিয়ে কোনো তদন্ত করতে রাজি নয় দেশটির। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জার্মানির দাবিকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করছেন।

[৮] রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম সমালোচক নাভালনি গত মাসে সাইবেরিয়া থেকে মস্কো আসার সময় বিমানে অসুস্থ হয়ে পড়েন। জরুরি বিমান অবতরণ করে তাকে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে জার্মানির হাসপাতালে নিয়ে আসা হয়। নাভালনির পরিবার ও মিত্ররা বলছেন, বিমানে ওঠার আগে বিমানবন্দরে চা পান করেছিলেন তিনি। সেখানেই তাকে বিষ প্রয়োগ করা হতে পারে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়