শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফাইজার সিইও জানালেন বছর শেষ হবার আগেই যুক্তরাষ্ট্রে কোভিড ভ্যাকসিন সরবরাহ করা হবে

রাশিদুল ইসলাম : [২] ফাইজার সিইও অ্যালবার্ট বোরলা বলেছেন আগামী নববর্ষের আগেই মার্কিন নাগরিকদের মাঝে কোভিড ভ্যাকসিন সরবরাহ করা সম্ভব হবে। ফাইজার বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে এ ভ্যাকসিন তৈরি করছে যা তৃতীয় ধাপের উন্নয়নে রয়েছে। ফক্সনিউজ

[৩] ফাইজার সিইও বলেন ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর প্রমানিত হওয়ার পরই দ্রুত সরবরাহের ব্যবস্থা নেয়া হবে। সিবিএসকে তিনি বলেন ভালভাবে পরীক্ষা নিরীক্ষার পর আমরা ইতিমধ্যে লাখ লাখ ডোজ ভ্যাকসিন উৎপাদন করেছি। এবং তা সরবরাহের জন্যে আমরা সম্পূর্ণ প্রস্তুত।

[৪] ফাইজার সিইও বলেন ফুড এন্ড ড্রাগ এ্যাডমিনেস্ট্রেশনের লাইসেন্সের জন্যে আমরা অপেক্ষা করছি। যা পেলে অক্টোবরের শেষ দিকেও ভ্যাকসিন সরবরাহ শুরু হয়ে যেতে পারে।

[৫] আগামী সপ্তাহে ফাইজারের ভ্যাকসিন ৩০ হাজার স্বেচ্ছাসেবিকে পরীক্ষামূলকভাবে দেয়া হচ্ছে। পরে এ এধরনের স্বেচ্ছাবেবির সংখ্যা ৪৪ হাজারে বৃদ্ধি করা হবে।

[৬] শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক তরুণদের ফাইজারের ভ্যাকসিন দেয়ার পাশাপাশি স্থিতিশীল এমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ও এইচআইভি রোগিদের ওপরও পরীক্ষা করা হবে।

[৭] বোরলা বলেন যতটা সম্ভব ভ্যাকসিন ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে তা সরবরাহ করা হবে। আফ্রিকা, আমেরিকা ও লাতিন আমেরিকার দেশগুলোতে ফাইজার ভ্যাকসিন সরবরাহ করবে।

[৮] হোয়াইট হাউস ৬টি ওষুধ কোম্পানিকে কোভিড ভ্যাকসিন তৈরির জন্যে এপর্যন্ত ১০ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। যে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ছাড়া ফাইজারের চিকিৎসা বিজ্ঞানীরা যাতে এ ভ্যাকসিন তৈরি ও সরবরাহ করতে পারে সেজন্যে ট্রাম্প প্রশাসনের সহায়তা চান বোরলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়