শিরোনাম
◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে ফেনসিডিল-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামাল হোসেন : [২] চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নাজমুলকে(৩৫) গ্রেফতার। এসময় তার সহযোগী মামুন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

[৩] জীবননগর থানা সুত্র জানায়,জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে থানার চৌকস পুলিশ অফিসার এসআই রকি মন্ডল,এএসআই কামরুজ্জামান ও হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ জীবননগর পৌর এলাকায় রোববার রাত্রিকালীন মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তি জানতে পারেন দুইজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল ও ইয়াবা মাদকসেবীদের নিকট বিক্রির জন্য নারায়নপুর স'মিলের পাশে দাঁড়িয়ে আছে।

[৪] এসআই রকি মন্ডল,এএসআই নাজমুল ও হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নাজমুলকে গ্রেফতার করেন। নাজমুল জীবননগন পৌর শহরের দৌলৎগঞ্জের মৃত মমিনুল ইসলামের ছেলে। পুলিশ এসময় তার নিকট থেকে ১২ বোতল ফেনসিডিল ও ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করেন।

[৫] ঘটনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজমুলের সহযোগী মামুন পালিয়ে যায়।

[৬] জীবননগর থানার ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ী মামুনকে রাতেই গ্রেফতার করতে জোর তৎপরতা চলছে।####

  • সর্বশেষ
  • জনপ্রিয়