শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রেমিকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: [২] জেলায় প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে মারপিটের শিকার হৃদয় হোসেন (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

[৩] রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার সাড়া গোপালপুর মহল্লায় এই ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানান, হৃদয়ের সাথে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো শহরের সাড়া গোপালপুর এলাকার একটি মেয়ের। এক পযায়ে মেয়েটিকে একটি স্মাট ফোন কিনে দেয় সে। ফোন কিনে দেওয়ার বিষয়টি মেয়েটির পরিবার জানতে পারলে মেয়েটির কাছ থেকে সেটি কেড়ে নেয়। পরে ওই ফোন থেকে ছেলেটিকে খুদে বার্তা পাঠানো হয় দেখা করার জন্যে। ছেলেটি সরল বিশ্বাসে দেখা করতে গেলে মেয়েটির পরিবারের লোকজন বেধরক মারপিট করে হৃদয়কে। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে তারা হৃদয়কে নিহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

[৫] মৃত হৃদয়ের বাবা আব্দুল হালিম বলেন, মারপিটের কারণে তাঁর ছেলের বুকে প্রচণ্ড আঘাত পায়। নাকমুখ দিয়ে রক্ত আসায় হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়। তাকে হত্যা করা হয়েছে। বিচার দাবিতে থানায় লিখিত অভিযোগ দেয়া হবে।

[৭] ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কমকতা নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়