শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের ফুটবল বাঁচাতে রাজধানীতে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক : [২] করোনার মহামারির মধ্যেও ফুটবলের টানেই রাজধানীর প্রেসক্লাবে ছুটে এসেছেন একদল তরুণ ফুটবল সমর্থক। মুখে মাস্ক আর হাতে প্ল্যাকার্ড নিয়ে নেমে পড়েছেন প্রতিবাদে।

[৩] প্রতিবাদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দুর্নীতির বিরুদ্ধে। প্রতিবাদ সভা 'দেশের ফুটবলের ঐতিহ্য ফেরাতে পরিবর্তনের'।

[৪] আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকেই প্রেসক্লাবে জড়ো হতে থাকেন ফুটবল সমর্থকরা। ব্যারিস্টার সাইদুল হক সুমনের নেতৃত্বে ‘আমরাও একদিন ফুটবল বিশ্বের শক্তিশালী খেলুড়ে দেশ হতে চাই’ শীর্ষক এই মানববন্ধন আয়োজন করে ‘প্রজন্ম, ফুটবল যাদের চেতনায় ও অস্তিত্বে’। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।

[৫] প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোহামেডানের সাবেক বিখ্যাত ডিফেন্ডার কায়সার হামিদ। ২০০৮ সাল থেকে টানা তিনবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচিত হয়ে কাজী মো. সালাউদ্দিন দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেননি বলে মনে করেন সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ।

[৬] ২০২২ সালে বিশ্বকাপ খেলার মতো দিবাস্বপ্ন দেখানো বোকামি ছাড়া কিছু নয় উল্লেখ করে কায়সার বলেন, 'আমরা ভুটানের মতো দলের কাছে হারি। কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে সভাপতি পদে লড়ছেন জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। এর আগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তরফদার রুহুল আমিনও।

[৭] এসময় ব্যারিস্টার সুমন বলেন, ‘এখানে যারা দাঁড়িয়েছে কেউ বাফুফের নেতা হতে আসেনি। কেউ বাফুফের দুর্নীতির ভাগ নিতে আসেনি। যারা এসেছেন বিবেকের টানে, দেশ ও ফুটবলকে ভালোবেসে এসেছেন। যেখানে দুর্নীতির মহাউৎসব চলছে।

[৮] প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে ব্যারিস্টার সুমন বলেন, 'শেখ কামাল সাহেব ফুটবল প্রেমী ছিলেন। তিনি বেচে থাকলে আজকে ফুটবলের এই অবস্থা হতো না। ফুটবল নিয়ে আপনার ভাইয়ের হৃদয়ে জায়গা ছিল। এই ফুটবলকে আপনি বাঁচিয়ে দিন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়