শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪০ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দ উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু

মো. ইউসুফ মিয়া : [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল মৃত্যু বরণ ক‌রে‌ছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইলাহি রাজিউন)।

[৩] সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে তিনি মাথায় রক্তক্ষরণজনিত কারনে তি‌নি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যগণ।

[৪] নুরুল ইসলাম মন্ডল আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ-নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
পারিবার সূত্রে জানা যায়, নুরুল ইসলাম মন্ডল রক্তক্ষরণজনিত শারীরিক সমস্যা নিয়ে আশঙ্কাজনক অবস্থায় গত বৃহস্পতিবার (২৭আগস্ট) রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি হন এবং সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে ঢাকার বাসায় উঠেন।

[৫] সেখান থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নিজ বাড়ী‌তে ফিরেন। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সা‌বেক শিক্ষা প্র‌তিমন্ত্রী আলহাজ্ব কেরামত আলী এমপির সাথে স্থানীয় কয়েকটি অনুষ্ঠান শেষে দৌলতদিয়া বাজারের বাসায় যাওয়ার পরে সন্ধ্যায় আবা‌রো নুরু মন্ড‌লের শারীরিক অবস্থার খারাপ হ‌লে তা‌কে দ্রুত সম‌য়ের ম‌ধ্যে
আবা‌রো আশঙ্কাজনক অবস্থায় দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর‌টি গোয়ালন্দ উপ‌জেলায় ও রাজবাড়ীর মানু‌ষের শো‌কের ছায়া নে‌মে আসে ।

[৬] তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়