শিরোনাম
◈ বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে: পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ◈ দ্বৈত নাগরিকেরা স্থানীয় নির্বাচ‌নে প্রার্থী হতে পারলেও সংসদ নির্বাচনে কেন পারেন না?  ◈ বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০২ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এম সাখাওয়াত হোসেনের মতে, দেশে রাজনৈতিক দলে গণতন্ত্রচর্চা নেই

দেবদুলাল মুন্না:[২] এ কথা বলেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

[৩] আগামীকাল আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। ২০০৭ সালে এ দিবসের ঘোষণা দেয় জাতিসংঘ। এদিন উপলক্ষে গতকাল লন্ডন স্কুল অব ইকনমিক্সের গবেষক ব্রায়ান ক্লাস বলেন পলিটিকোকে বলেন, দেশকে গণতান্ত্রিক করতে হলে দলের ভেতরেই প্রথম গণতন্ত্রের চর্চা করতে হয়।

[৪] দলে গণতন্ত্রের চর্চা বাংলাদেশে কতোটুকু হয় এ নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ও এক গবেষণা করেছে। সেটিতে উল্লেখ রয়েছে দলে গণতন্ত্রের চর্চা নেই। এ বিষয়ে এম সাখাওয়াত হোসেন আরও বলেন,আওয়ামী লীগের মধ্যে গঠনতন্ত্র রক্ষার জন্য সামান্য আলোচনা হলেও বিএনপিতে এ বিষয়ে তাদের গঠনতন্ত্র তেমন সুবিন্যাসিত নয়। উদাহরণস্বরূপ বাংলাদেশের কোনো দলেই ভাঙন ব্যতিরেকে গত ৩০ বছরে দলের শীর্ষ পর্যায়ে তো নয়ই, এমনকি তৃণমূল পর্যায়েও কোথাও নেতার পরিবর্তন হয়েছে বলে জানা যায়নি। যা-ও হয়, তা-ও গণতান্ত্রিক পন্থায় নয়।

[৫] তিনি আরও বলেন, কেন্দ্রের বাইরে ও উত্তরাধিকারসূত্রে নেতার পরিবর্তন হতে দেখা যায়।এখন প্রশ্ন থাকে যে পার্টির অভ্যন্তরে গণতন্ত্র নিশ্চিতকরণের দায়িত্ব কার বা কোন প্রতিষ্ঠানের? এর উত্তর হচ্ছে, প্রধানত দলের এবং দ্বিতীয়ত রাষ্ট্রের বিশেষায়িত প্রতিষ্ঠান, এমনকি হতে পারে সাংবিধানিক বাধ্যবাধকতা দ্বারা নিশ্চিতকরণ।

[৬] বিশ্বের বহু দেশে সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকলেও বিভিন্ন আইন এবং নির্বাচনবিষয়ক আইনের মাধ্যমে পার্টি গণতন্ত্র নিশ্চিত করার বিধান রয়েছে। কিন্তু আমাদের দেশে তেমন দেখা যায় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়