শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদত্যাগ করেছেন চীনে মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্র্যানস্টেড

লিহান লিমা: [২] মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস ও টিভি সিএনএন জানিয়েছে, সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রাষ্ট্রদূত ব্র্যানস্টেডের পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। টাইমস/সিএনএন

[৩] আইওয়ার সাবেক রিপাবলিকান গর্ভনর ও ২০১৬ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রার্থীতার সমর্থক টেরি ব্র্যানস্টেড তিন বছরেরও বেশি সময় ধরে চীনে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। ২০১৭ সালের গ্রীষ্মে টেরি যখন বেইজিংয়ে আসেন তখন আশা করা হচ্ছিলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করে তুলতে পারবেন টেরি। তবে টেরির সময়কালে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক বেশ টানা-পোড়নের মধ্য দিয়েই গিয়েছে। উপরুন্তু টেরিকে বিশ্বের দুই বৃহৎ অর্থনৈতিক দেশের মধ্যে শীতল যুদ্ধের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।

[৪] ডোনাল্ড ট্রাম্পের পুনঃনির্বাচনের মাত্র দেড় মাস পূর্বেই টেরির পদত্যাগের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায় নি। মাইক পম্পেও টুইটে বিগত তিন বছর ধরে চীনে মার্কিন স্বার্থ রক্ষার্থে কাজ করার জন্য টেরিকে ধন্যবাদ জানিয়েছেন।

[৫] রাষ্ট্রদূত হিসেবে পূর্বসূরীদের তুলনায় নিজকে কিছুটা আড়াল রাখতেন টেরি। শি চীনের নেতা হওয়ার পূর্বেই তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিলো টেরির। কিন্তু তা দুই দেশের সম্পর্ক মজবুত করতে পারে নি। [৬] গত ৯ সেপ্টেম্বর চীনের গণমাধ্যমে লেখা এক সম্পাদকীয়তে চীনের কমিউনিস্ট পার্টির বাক-স্বাধীনতা লঙ্ঘন নিয়ে সমালোচনা করেছিলেন তিনি। যার সরাসরি প্রতিক্রিয়া জানায় পিপলস ডেইলি। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়