শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪০ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিশার অভাবে তো চলচ্চিত্রশিল্প বন্ধ হয়ে যাবে না !

ইমরুল শাহেদ : চলচ্চিত্রশিল্পের ১৮টি সংগঠনের সঙ্গে মতবিরোধ জিইয়ে রেখেই ঢাকার চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী খল-নায়ক মিশা সওদাগর নির্ধারিত সময়েই যুক্তরাষ্ট্রে চলে গেছেন। যাওয়ার আগেও তিনি একটা চমক দিয়ে গেলেন সবাইকে। তার যাওয়ার কথা ছিল ১০ সেপ্টেম্বর। তিনি হঠাৎ করেই জানান দেন তার যাওয়া তিনদিন পিছিয়ে ১৩ তারিখ করা হয়েছে। খল-নায়ক চরিত্রে অভিনয় করতে করতে দৃষ্টিভঙ্গিও হয়তো সেভাবে গড়ে উঠেছে। আগে থেকেই তিনি অনুমান করে নিয়েছিলেন, তার যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে চলচ্চিত্রশিল্পের লোকেরা বাধার সৃষ্টি করতে পারে। তার অনুমান যে একেবারে মিথ্যা ছিল তা-ও নয়। কয়েকজন চিত্রকর্মী বিমানবন্দর থানার সঙ্গে অভিযোগ নিয়ে যোগাযোগ করেছিলেন বলে চলচ্চিত্রশিল্পে চাউর হয়ে গেছে।

কিন্তু বিমানবন্দর থানা তাদেরকে বলে দিয়েছে, সুনির্দিষ্ট কারণ ছাড়া তারা অভিযোগ গ্রহণ করবেন না। স্বভাবতই তার যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে কেউ অন্তরায় সৃষ্টি করতে পারেননি। কিন্তু তার ক্যারিয়ারের কি হবে? তার যাওয়ার আগে হাত থেকে আটটি ছবি ফসকে গেছে। চলচ্চিত্রের সর্বোচ্চ সংগঠন প্রযোজক পরিবেশক সমিতি থেকে বলা হয়েছে, কোনো প্রযোজকই মিশা সওদাগরকে নিয়ে কাজ করবেন না। তার অভাব যাতে পূরণ হয়ে আরো বাড়তি কিছু পাওয়া যায়, সেজন্য নির্মাতারা প্রাধান্য দিচ্ছেন অমিত হাসান, শতাব্দী ওয়াদুদ এবং আনিসুর রহমান মিলনকে। তবে আনিসুর রহমান মিলন খল-নায়ক হিসেবে ক্যারিয়ার এগিয়ে নেবেন কিনা তা নিয়ে কখনো সরব হননি।

প্রশ্ন হচ্ছে, মিশার অভাবে তো চলচ্চিত্রশিল্প বন্ধ হয়ে যাবে না। কাউকে না কাউকে নিয়ে নির্মাতারা কাজ করবেন। সেক্ষেত্রে নতুন তারকাও তৈরি হতে পারেন। পরিচালক অনন্য মামুন নবাব এলএলবি-তে এলআর খান সীমান্ত নামে একজন খল-নায়ককে নিয়ে এসেছেন। এর আগেও অনন্য মামুন তাকে নিয়ে কাজ করেছেন। প্রশ্ন হচ্ছে, মিশা সওদাগর ছয় মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। সেখান থেকে ফিরে এসে হয়তো দেখবেন, চলচ্চিত্রে রেখে যাওয় তারা আসনটি বিলুপ্ত হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়