শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বহদ্দারবাড়ির ৭ পদের খাবারে শুরু আওয়ামী লীগের প্রথম নির্বাচনী সভা

সিটিজি প্রতিদিন: করোনা মহামারিতে দীর্ঘ অচলাবস্থার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থীকে নিয়ে আবার সরব হল নগর আওয়ামী লীগ।

নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে প্রথম সভাটিই হল মেয়রপ্রার্থী রেজাউল করিমের বহদ্দারহাটের বাড়িতে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে আয়োজিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভাটি শেষ পর্যন্ত পরিণত হয় ভোজসভায়।

মেয়রপ্রার্থী নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম বাহারি খাবারের আয়োজন নিয়ে তৈরি ছিলেন আগে থেকেই। শনিবার রাতের এই আয়োজনে সবার আগে হাজির হন সাবেক মেয়র ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন— রাত সাড়ে আটটায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন অবশ্য এসেছেন খানিকটা দেরিতে— প্রায় সবার শেষে। ছিলেনও আধঘন্টার মতো।

সভার শুরুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। এছাড়াও সভায় বক্তব্য রাখেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ডলফিন, সিডিএর সাবেক চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুচ ছালাম, নগর কমিটির সহ-সভাপতি সুনীল সরকার, আবদুর রশিদ, পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক মশিউর রহমান প্রমুখ। সবমিলিয়ে নগর আওয়ামী লীগের শতাধিক নেতা এ আয়োজনে অংশ নেন।

নগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের এই সভা অবশ্য শেষপর্যন্ত পরিণত হয় ভোজসভায়। বহদ্দারবাড়ি নামে পরিচিত রেজাউল করিমের বহদ্দারহাটের বাড়ির সামনে সামিয়ানা টাঙিয়ে আয়োজন করা হয় খাবারের। নেতাদের সঙ্গে তাতে অংশ নেন কর্মীরাও। ছিল ভাতের সঙ্গে ৭ পদের খাবার। মেজবানের মাংসের সঙ্গে দেশি মুরগি যেমন ছিল, তেমনি সরিষা ইলিশের পাশাপাশি ছিল কোরাল মাছ। মুগডালের সঙ্গে ছিল আবার ছাগলের মাংসও। ডিম কারি তো ছিলই, এমনকি বাদ যায়নি সবজিও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়