শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুকুরে পরিণত হয়েছে পূর্বধলায় প্রধান প্রধান সড়কগুলো

হাবিবুর রহমান : [২] পুরো উপজেলায় প্রায় ৩ লক্ষ ৫০ হাজারের বেশি মানুষের বসবাস। উপজেলায় যোগাযোগ ব্যবস্থা অক্ষণ্ন রাখতে গড়ে উঠেছে সড়ক পথ।আর এই সড়ক পথকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুপূর্ণ অফিস ও প্রতিষ্ঠান। শিক্ষার জন্য গড়ে তোলা হয়েছে স্কুল-কলেজ। গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ব্যবসা-প্রতিষ্ঠান।তবে এসব কিছুর সমন্বয়ে বর্তমান সময়ে বাধা হয়ে দাঁড়িয়েছে উপজেলার সড়ক যোগাযোগ অবকাঠামো।

[৩] প্রথমত পূর্বধলা বাজার থেকে হাসপাতাল হয়ে উপজেলা পরিষদে যাওযার মূল সড়ক, বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক, পূর্বধলা মধ্য বাজার, জামতলায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পুকুরে পরিনতি হয়েছ। এতে ব্যপক যানজট, গাড়ী ও মানুষ চলাচলের সীমাহীন দূর্ভোগ এবং দূঘটনার ঝুকি হয়ে পেড়েছ। জনসাধারন যানবাহনে চলাচল করেত গিয়ে প্রতিনিয়ত ভিবিন্ন দূঘটনার শিকার হচ্ছে।

[৪] উপজেলার ১১টি ইউনিয়নের জনসাধারনের চলাচলের প্রায় বেশির ভাগ পাকা সড়ক গুলোর কার্পেটিং, পিচ এবং কংক্রিট উটে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর যে গুলো কাচা রাস্তা সেই গুলো আরো নাজুক পরিস্থিতির সৃষ্টি হযেছে।সড়কের এমন বেহাল দশার কারণে উপজেলার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। স্থানীয় বসবাসকারী মানুষ পড়েছে চরম বিপাকে।সড়কের এমন দশা থাকলেও কোনো কর্তৃপক্ষকে সড়কটি মেরামত করতে উদ্যোগী হতে দেখা যায়নি। যে কারণে স্থানীয় ও ব্যবসায়ী মহলের লোকজন চরম ক্ষোভ প্রকাশ করছে।

[৫] উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন, আমি নিজেও ভুক্তভোগী। সড়কটি সংস্কারের ব্যাপারে এলজিইডি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এলজিইডি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গোলাম সামদানী জানান, উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল দশার ব্যাপারে নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হয়েছে।

[৬] ইতোমধ্যে কাজের কর্মপরিধি পাঠানো হয়েছে। সাময়িক চলাচলের জন্য জরুরী ভিত্তিতে আনুমানিক ১০ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার পরিষদের প্রধান রাস্তাটি মেরামতের জন্য টিকাদার নিয়োগ করা হয়েছে। আগামী নতুন অর্থবছরে অন্যান্য রাস্তা সংস্কারের কাজ শুরুকরা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়