শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংসদে আতর আলী নিষিদ্ধ, ‘আমি আপত্তিকর কিছু বলিনি’

মনিরুল ইসলাম : [২] রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদকে নিয়ে অসত্য বক্তব্য দেওয়ায় অভিযোগে সংসদ সচিবালয়ের ওই কর্মচারী আতর আলীকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। সংসদ ভবন এলাকায় নিষিদ্ধ এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি সংসদ সচিবালয়ের একাধিক সূত্রে ও আতর আলীর সঙ্গে কথা বলে এর সত্যতা পাওয়া গেছে।

[৩] সূত্র জানায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারি চাকরিজীবী হয়েও রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিত্বকে নিয়ে অসত্য বক্তব্য দেয়ায় তাকে সংসদ এলাকায় নিষিদ্ধ করা হয়। মো. আতর আলী বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি।

[৪] গত ১৭ অগাস্ট সংসদের শপথ কক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।

[৫] ৬ সেপ্টেম্বর সংসদের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ খালেদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

[৬] এদিকে, আতর আলী এ প্রতিবেদককে বলেন, আমি কারণ দর্শানোর নোটিশ একটি নয় ২টি পেয়েছি। প্রথমটি পাবার পর জবাব দিয়েছি। এরপর আরেকটি পেয়েছি। এর জবাবও দিবো।

[৭] তিনি বলেন, আমি রাষ্ট্রপ্রতিকে নিয়ে কোন আপত্তিকর কথা বলিনি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়