শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইলেকট্রিক হট প্লেটে মিলল ১ কেজি স্বর্ণ, প্রবাসী আটক

সুজন কৈরী: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৬০ লাখ টাকা সমমূল্যের প্রায় ১ কেজি স্বর্ণের প্লেটসহ জেদ্দা থেকে আসা একজন যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

রোববার বিকেল সাড়ে ৩টায় গ্রীন চ্যানেল থেকে খোরশেদ আলম নামের ওই যাত্রীকে আটক ও র্স্বর্ণের প্লেটটি উদ্ধার করা হয়।

কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের সহকারী পরিচালক সোলায়মান সাইফ হোসেন বলেন, স্বর্ণ পাচারের গোপন তথ্যে কাস্টম হাউসের বি শিফট কর্মকর্তা ও প্রিভেন্টিভ টিমের সদস্যরা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারী করতে থাকেন। গ্রীন চ্যানেলে নজরদারী ও তল্লাশীর একপর্যায়ে বিকেল সাড়ে ৩টায় জেদ্দা থেকে ছেড়ে আসা ফ্লাইটের (নং- এসভি-৩০০৮) যাত্রী খোরশেদ আলমকে চ্যালেঞ্জ করা হয়। পরে তাকে তল্লাশী করা হয়। এক পর্যায়ে তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করে ভেতরে থাকা ইলেকট্রিক হট প্লেটের মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ১টি গোল্ড প্লেট পাওয়া যায়। যার ওজন ১ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

কাস্টম কর্মকর্তা আরও জানান, জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়