শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৬ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার শেরপুরে বাজার মনিটরিং স্বাস্থ্যবিধি অমান্য করায়  অর্থদণ্ড

আবু জাহের: [২] শেরপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখের নেতৃত্বে এই বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ৫ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

[৩] উপজেলা প্রশাসনসুত্র জানায়, গত (১২ সেপ্টেম্বর) শনিবার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা কাঁচা বাজারে মনিটরিংএর কার্যক্রম করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ। এসময় পেঁয়াজের দাম বৃদ্ধির ব্যাপারেও খোঁজ-খবর নেন।

[৪] বিক্রেতারা বলেন, শেরপুরের বাজারগুলোতে পেঁয়াজ আসে মুলত পাবনা, কুষ্টিয়া থেকে। সেখানেই পেঁয়াজের দাম বেশী হওয়ায় স্থানীয় বাজারে তার প্রভাব পড়েছে। অভিযান পরিচালনার সময় বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং মাস্ক পড়তে উদ্বুদ্ধ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়। এবং সময় অসহায়দের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

[৫] অন্যদিকে উপজেলার খন্দকারটলা, ফাসিতলা, সাধুবাড়ী মোড় এলাকায় মাইকিং করে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে উপজেলা প্রশাসন। সরকারের বিধি-নিষেধ লঙ্ঘন করে বাজারে আসা তথা মুখে মাস্ক না পরে বাজারে আসায় এসময় ৫ জনকে মোট  ৬’শ টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় অসহায়দের মাঝে বিনামূল্যে মাস্কও বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ।

[৬] তিনি বলেন, এ উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। আর তাই, সচেতন না হলে যে কেউ আক্রান্ত হতে পারেন। সচেতনতার ক্ষেত্রে সকলকে ভীড় বা জনসমাগম এড়িয়ে চলতে হবে। আর ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মুখে মাস্ক পরতে হবে। মাস্ক না পরা আইনত দন্ডনীয় অপরাধ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়