শিরোনাম
◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশ থেকে শ্রমিকদের মৃতদেহ সরকারি খরচে দেশে আনতে লিগ্যাল নোটিশ

নূর মোহাম্মদ : [২] সুপ্রিম কোর্টের অাইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন রোববার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ পাঠানো হয়।

[৩] নোটিশ প্রাপ্তির সাত কর্ম দিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে এতে উল্লেখ করা হয়।

[৪] এতে বলা হয়, বিদেশে কর্মরত অবস্থায় কোনো শ্রমিক মারা গেলে নিয়োগকারী কর্তৃপক্ষ মরদেহ সংশ্লিষ্ট দেশে প্রেরণের ব্যবস্থা করে থাকে। কিছু ক্ষেত্রে, যে দেশের নাগরিক সেই দেশই তার নাগরিকের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করে।

[৫] নোটিশে বলা হয়, বিদেশে মারা যাওয়া শ্রমিকদের লাশ বিমান বাংলাদেশ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করে আসছিল। তবে বিমান কর্তৃপক্ষ নিজ খরচে আর মৃতদেহ বহন করবে না বলে সিদ্ধান্ত গ্রহন করেছে। সেক্ষেত্রে বিদেশে কোন শ্রমিক মারা গেলে তার পরিবারের খরচে মরদেহ দেশে আনতে হবে।

[৬] নোটিশে আরও বলা হয়, নিজের পরিবার-পরিজন ছেড়ে বিদেশে গিয়ে শ্রম বিক্রি করে তারা দেশের অর্থনীতি সচল রাখছে। আর সেই শ্রমিকরা কোন দুর্ঘটনাজনিত কারনে মৃতু্বরণ করলে রাষ্ট্র তার মৃতদেহ দেশে আনার ব্যবস্থা করবে না, এরুপ সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়