শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএসইর আইটি রিফর্ম করা হবে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিঃস্ব করার সুযোগ দেয়া যাবে না : বিএসইসি চেয়ারম্যান

শরীফ শাওন: [২] অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, স্টক এক্সচেঞ্জগুলোর কাঠামো ঠিক না থাকলে কোনোভাবে ব্যবসা হবে না। আইটির স্পেশাল টিম ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসসি) ইন্সপেকশন করছে। সেই তথ্য থেকে জানতে পেরেছি, এখানে বড় ধরনের রিফর্ম প্রয়োজন। রোববার তারা রিপোর্ট জমা দিলে ডিএসসির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

[৩] শিবলী বলেন, বাজার স্থিতিশীল রাখতে আইসিবি সঠিকভাবে দ্বায়িত্ব পালন করতে না পারায় তা পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। নভেম্বর-ডিসেম্বর থেকে পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। তখন সরকার থেকে আইসিবিকে আরও ফান্ড দেয়া হবে।

[৪] তিনি বলেন, আমরা ব্যবসাকে সহজ করতে চাই। ২-৫ শতাংশ দুর্বৃত্তের কারণে বাকি ৯৫-৯৮ শতাংশ মানুষের ক্ষতি হয়, ক্ষুদ্র বিনিয়োগকারী নিঃস্ব হয়। কেউ যেন এ ধরনের জালিয়াতি করতে না পারে সে বিষয়ে আমরা সবারই মিলে কাজ করব।

[৫] বিএসইসির চেয়ারম্যান বলেন, উন্নত দেশে পুঁজিবাজারই দীর্ঘ মেয়াদি অর্থায়নের প্রধান উৎস। যেটা দিয়ে বড়, মাঝারি, ছোট সব ধরনের ব্যবসা হয়। ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণ থাকে ব্যাপক। তখনই ইকোনমিটা ভাইব্রেন্ট হয়।

[৬] তিনি বলেন, ব্রোকারেজ হাউজগুলো শুধু ঢাকা বেজ না থেকে সারাদেশে ছড়িয়ে দেয়া প্রয়োজন, প্রয়োজনে বিদেশে শাখা খোলেন। এ জন্য সব ধরনের সহযোগিতা দেয়া হবে।

[৭] শনিবার পুঁজিবাজার নিয়ে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়