শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:২০ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানে দশ কৃতি নারী পেলেন অনন্যা সম্মাননা

শরীফ শাওন: [২] শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এমন সম্মাননা প্রদানের মাধ্যমে দেশের প্রান্তিক অঞ্চলের নানা শ্রেণি পেশার নারীদের জাতীয়ভাবে আলোচনায় আনে অনন্যা। ২০০৭ সালে রাজনীতিতে আমাকে এ সম্মাননা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শীর্ষদশ সম্মাননায় ভূষিত করেছে অনন্যা।

[৩] শুক্রবার রাত ৮টায় অনন্যার ফেইসবুক পেইজে লাইভ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

[৪] এবারের আয়োজনে, শিক্ষায় সম্মাননা পেয়েছেন প্রতিভা সাংমা, সমাজসেবায় শ্রীমতি সাহা, অনন্য দৃষ্টান্ত স্থাপনে হাজেরা বেগম, অনুপ্রেরণায় ফাল্গুনী সাহা, চিত্রকলায় ফরিদা জামান, সাংবাদিকতায় সুমনা শারমিন, নারী সংগঠক হিসেবে ইশরাত খান মজলিশ, ক্রীড়ায় ইতি খাতুন, উদ্যোক্তা হিসেবে নাসিমা আক্তার নিশা এবং সঙ্গীতে এফ মাইনর (ব্যান্ড দল)।

[৫] পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন বলেন, দেশে এখনও সময়টা নারীদের জন্য খুব অনুকূল নয়। উগ্র মৌলবাদীরা নারীর অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেশের নারীদের সেই বঞ্চনা আর ভয় দূর করতে কাজ করে যাচ্ছে অনন্যা।

[৬] তিনি বলেন, গত এপ্রিলে অনুষ্ঠানের নির্ধারিত সময় থাকলেও করোনার কারনে বারবার পিছাতে হয়েছে। অবশেষে অনলাইন আয়োজন করা হলো।

[৭] অনুষ্ঠানে পুরস্কৃত নারীদের উপর তাপস কুমার দত্ত পরিচালিত তথ্যচিত্র পরিবেশন করা হয়। প্রায় তিন দশক ধরে পাক্ষিক অনন্যা সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল ও প্রতিষ্ঠিত নারীদের স্বীকৃতি দিয়ে আসছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়