শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর হকারদের বেচাকেনা বেশি হয় শুক্রবার

রকি আহমেদ: [২] মার্চ মাসে দেশে কোভিড -১৯ শনাক্তের পর আক্রান্তের প্রাদুর্ভাব বাড়তে থাকলে রাজধানী ঢাকার সকল দোকানপাটসহ ফুটপাতের ব্যবসাও বন্ধ হয়ে যায়। এসময় রাস্তায় মানুষ না থাকায় ছিল না বেচাকেনা। এতে ২৬ মার্চ থেকে একেবারেই কর্মহীন হয়ে পড়ে ঢাকা মহানগরের প্রায় চার লাখ হকার। বর্তমানে দেশে লকডাউন না থাকায় কার্যত সচল হয়েছে রাজধানী। কিন্তু রাস্তায় মানুষের চলাচল বাড়লেও নেই হকারদের আগের মতো বেচাকেনা। কারণ করোনার ঝুঁকিতে মানুষ ফুটপাতের লোকসমাগমের মধ্যে জিনিস কম কিনতে চায়। তবে শুক্রবারের এর চিত্র সম্পূর্ণ আলাদা।

[৩] মানুষকে তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় এবং করোনার মধ্যে দীর্ঘ সময় বাসায় থাকার একঘেয়েমিতা দূর করতে পরিবার পরিজনকে সাথে নিয়ে ছুটির দিন শুক্রবারে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঝুঁকে পড়তে দেখা যাচ্ছে। তাই এদিন মানুষের আগমনে উৎসবে রুপ নিচ্ছে রাজধানীর সকল বিপণন ও বিনোদন কেন্দ্রগুলো। ফলে সপ্তাহের অন্য ছয় দিনের তুলনায় শুক্রবারে বেশি বেচাকেনা হয় বলে হকারদের থেকে জানা গেছে। গত শুক্রবার রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ও হকারকেন্দ্রিক বিপণন কেন্দ্রগুলোতে সরেজমিনে হকারদের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া যায়।

[৪] রাজধানীর পুরাণ ঢাকায় ঠেলা ইগলু গাড়িতে আইসক্রিম বিক্রি করেন জাহিদ। সপ্তাহের ছয় দিন তিনি ঢাকার লক্ষ্মীবাজারে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করলেও শুক্রবারে তিনি বিক্রি করেন পুরাণ ঢাকার ভিক্টোরিয়া পার্কে। তিনি জানান, এখন স্কুল কলেজ সব বন্ধ বলে সপ্তাহে সব দিন ভালো বিক্রি হয় না। তবে শুক্রবারে ভিক্টোরিয়া পার্কে মানুষ বেশি থাকায় এদিন ব্যবসাও ভালো হয়। তিনি আরও জানান, অন্যান্য দিন আটশ থেকে একহাজার টাকার মতো বিক্রি হলেও শুক্রবারে দুই হাজার থেকে আড়াই হাজার টাকার মতো আইসক্রিম বিক্রি হয়। এজন্য শুধু শুক্রবারে পার্কে আসেন তিনি।

[৫] সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করেন ভৈরবের হাশেম আলি। তিনি জানালেন, এখানে অন্যান্য দিনের চেয়ে শুক্রবারে বেশি মানুষ আসে। তাই এদিন বেচাকেনাও বেশি হয়। তার কাছে শুক্রবারে ও অন্যান্য দিনে বিক্রির পরিমান জানতে চাইলে তিনি বলেন, শুক্রবারে এই ধরেন পনেরশ থেক দুই হাজার টাকার মতো আর অন্য দিন সাতশ আটশ টাকার মতো বিক্রি হয়।

[৬] এছাড়া গুলিস্তান পার্ক, ধানমন্ডি লেক, চন্দ্রিমা উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, হাতির ঝিল, গুলশান লেক, দিয়া বাড়িতে শুক্রবারে মানুষের ভিড় দেখা যায়। ফলে শুক্রবার আসলেই যেন ঘুরে ঘুরে বিক্রি করা হকারদের মনে প্রশান্তি জোগায়।

[৭] অন্যদিকে রাজধানীর হকার কেন্দ্রীক বিপণন কেন্দ্র নিউমার্কেট, গাউছিয়া ও গুলিস্তানের ফুটপাতেও এদিন জমজমাট ব্যবসা করেন হকাররা। এসব এলাকার ফুটপাতের বিভিন্ন বিক্রেতারা জানান, শুক্রবারে বেশি বেশি মানুষ আসে, তাই বিক্রিও বেশি হয়। অন্য দিনের তুলনায় শুক্রবারে দ্বিগুণের বেশি বিক্রির হয় বলেও এসময় জানান তারা।

[৮] এছাড়া শুক্রবারে রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ থাকার কারণে সেগুলোর সামনে ফুটপাতে বিভিন্ন পণ্যসামগ্রী ও খাবারের অস্থায়ী পসরা সাজিয়ে হকারদের বেচাকেনা করতে দেখা যায়। কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, অন্য দিন দোকানপাট খোলা থাকে বলে বসার সুযোগ হয় না। তবে শুক্রবারে বন্ধ দোকানের সামনে একদিনে ভালো ব্যবসার সুযোগ পাওয়া যায়।

[৯] এদিকে বাংলাদেশ হকার্স ইউনিয়ন সূত্রে জানা যায়, ঢাকা মহানগর এলাকায় হকারের সংখ্যা প্রায় চার লাখ। এদের মধ্যে কেউ ফুটপাতে দোকান বিছিয়ে, কেউ ভাসমান, কেউ ফেরি করে নানা পণ্যসামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়