শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মসজিদে বিস্ফোরণ: গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত, প্রাথমিক ধারণা সিআইডির

মহসীন কবির : [২] সিআইডির তদন্ত দল জানান অন্যান্য সব তদন্ত কমিটির রিপোর্ট হাতে নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিআইডির ডিআইজি মাইনুল হাসান। চ্যানেল২৪ ও ডিবিসি টিভি

[৩] তিনি বলেন, আমরা প্রাথমিক ধারণা করছি গ্যাস লিকেজ থেকেই এই ঘটনা ঘটেছে। তদন্ত আরও অগ্রসর হলে আমরা পুরো বিষয়টি জানতে পারবো। বিদ্যুৎ,গ্যাস এবং এই মসজিদের নির্মাণ ত্রুটিসহ সামগ্রিক বিষয় নিয়েই আমরা কাজ করবো। বিস্ফোরণের ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত প্রতিবেদন দেয়া হবে। মসজিদে বিস্ফোরণ ঘটনার মামলাটি পেশাগত সর্বোচ্চ দক্ষতা দিয়ে পরিচালনা কার হবে বলেও জানান তিনি।

[৪] নারায়ণগঞ্জের ফতুল্লায় পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে আহত হন প্রায় ৪০ জন। এর মধ্যে ৩৭ জনকে আনা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের মধ্যে মারা গেছেন ৩১ জন, এক জন হাসপাতাল ছেড়ে বাড়ি চলে গেছেন। বাকি পাঁচ জন ইন্সটিটিউটের আইসিইউ-য়ে ( নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন আছেন।

[৫] প্রসঙ্গত, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে। ফরজ নামাজের মোনাজাত শেষে অনেকে সুন্নাত ও অন্য নামাজ পড়ছিলেন। এ সময় মসজিদের ভেতরে প্রায় ৪০ জন মুসল্লি ছিলেন। বিস্ফোরণে তাদের প্রায় সবাই দগ্ধ হন। এদের ৩৭ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। শুরু থেকেই সবার অবস্থা আশঙ্কাজনক ছিল বলে জানান চিকিৎসকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়