শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০২:২৯ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকার বাইরে কোভিড পরীক্ষা কম, শনাক্তের হার বেশি, টেস্ট বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

শিমুল মাহমুদ: [২] স্বাস্থ্য অধিদপ্তর বলছে, নমুনা পরীক্ষায় ঢাকায় প্রতি ১১ জনে ১ জন এবং ঢাকার বাইরে প্রতি ৪ জনে ১ জন রোগী শনাক্ত হচ্ছে। শুক্রবার পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৪ হাজার ৭শ ৫৮টি। শনাক্ত ৩ লাখ ৩৪ হাজার ৭৬২। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ পরীক্ষা হয়েছে ঢাকায়। বাকি ৪০ শতাংশ পরীক্ষা হয়েছে ঢাকার বাইরে।

[৩] দেশে ৯৪টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে ঢাকায় ৫৪টি আর ঢাকার বাইরে ৪০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষায় শতকরা শনাক্তের হার ১৯.৬৪, সুস্থতা ৭০.৬১ এবং মৃত্যু হার ১.৩৯।

[৪] শুক্রবার পর্যন্ত ২৫০৫১৫ জন রোগীর এলাকাভিত্তিক তথ্য নিশ্চিত করেছে আইইডিসিআর। প্রতিষ্ঠানটির তথ্য মতে, মোট শনাক্ত রোগীর ৬৫.৯ শতাংশ ঢাকার বাইরের। আর ৩৪.১ শতাংশ ঢাকার।

[৫] আইইডিসিআর’র উপদেষ্টা ডা. মোশতাক হোসেন বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে নমুনা সংগ্রহকারীরা সন্দেহভাজন রোগীদের নমুনা নিচ্ছেন। অন্যদিকে ঢাকার অনেক বেসরকারি প্রতিষ্ঠান নমুনা পরীক্ষা করছে। ঢাকায় বিদেশগামী অনেক যাত্রীর পরীক্ষার তথ্যও যুক্ত করা হচ্ছে।

[৬] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নজরুল ইসলাম বলেন, প্রতি জেলায় করোনা পরীক্ষার ব্যবস্থা থাকলে শনাক্ত রোগীর সংখ্যা আরও বাড়তো। প্রতিটি জেলায় দ্রæত সময়ে করোনার পরীক্ষাকেন্দ্র চালু করা জরুরি। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়