শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধ বিলবোর্ড অপসারণে ১৫ সেপ্টেম্বর থেকে অভিযান: মেয়র আতিক

শরীফ শাওন: [২] ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র বলেন, অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন, প্রজেক্ট সাইন ও শপ সাইন ব্যবহারের ফলে নগরীর সৌন্দর্যহানির পাশাপাশি ডিএনসিসি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। স্ব-উদ্যোগে ডিএনসিসির রাজস্ব বিভাগ থেকে এসবের অনুমোদন নিতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।

[৩] আতিকুল ইসলাম বলেন, অনুমোদন নেওয়ার সময়সীমা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। অন্যথায়, ১৫ সেপ্টেম্বর থেকে এসব অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

[৪] মেয়র বলেন, ডিএনসিসি এলাকায় অনেকেই অবৈধভাবে বিলবোর্ড স্থাপন করে বিজ্ঞাপন প্রচার করছেন। অনেক ব্যবসা প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট কোম্পানি এবং অন্যান্য প্রতিষ্ঠান শপ সাইন, প্রজেক্ট সাইন, সাইনবোর্ড, প্যানাফ্লেক্স, ব্যানার, ফেস্টুন ইত্যাদি ব্যবহার করছেন। কেউ কেউ নির্ধারিত মাপের চেয়ে বড় আকারের সাইনবোর্ড ব্যবহার করছেন। আবার প্রতিটি দোকানে একটির স্থলে একাধিক সাইনবোর্ড ব্যবহার করছেন।

[৫] তিনি বলেন, ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী ও অন্যান্য স্থাপনা অপসারণে তাৎক্ষণিক নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে। এসকল বিষয় জনগনের অবগতির জন্য মাইকিং ও গণমাধ্যমে গণবিজ্ঞপ্তি প্রচার করা হবে।

[৬] শুক্রবার বেলা সাড়ে ১১টায় এক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়