শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পল্টনে বোমা বিস্ফোরনের ঘটনায় নব্য জেএমবির আরও ৪ সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী: [২] রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় অভিয়ান চালিয়ে পল্টনে বোমা বিস্ফোরনের ঘটনায় নব্য জেএমবির আরও ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)। গ্রেপ্তারকৃতরা হলেন- মামুন আল মোজাহিদ ওরফে সুমন ওরফে আবু আবদুর রহমান, মো. আল আমিন ওরফে আবু জিয়াদ, মো. মোজাহিদুল ইসলাম ওরফে রোকন ওরফে আবু তারিক ও সারোয়ার হোসেন রাহাত। তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার রাতে অপারেশন এলিগ্যান্ট বাইটের ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিটিটিসি।

[৪] উল্লেখ্য, গত ২৪ জুলাই রাতে পুরানা পল্টন এলাকায় বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আইইডিতে ব্যবহৃত ইলেকট্রিক টেপ, জিআই পাইপের কনটেইনার, সার্কিটের অংশ, তারের অংশ বিশেষ, লোহার তৈরি বিয়ারিং ও বল, নাইন ভোল্ট ব্যাটারির অংশ বিশেষ উদ্ধার করা হয়। ওই ঘটনায় পল্টন মডেল থানায় মামলা হয়।

[৫] সিটিটিসি সূত্র জানায়, গত ১১ আগস্ট সিলেটে সিটিটিসি পরিচালিত অপারেশন এলিগ্যান্ট বাইটে বোমা বিস্ফারণের ঘটনায় জড়িত নব্য জেএমবির ৫ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্য ও নিজস্ব ইন্টেলিজেন্সে পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তরার আজমপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ৪ জন নব্য জেএমবির সদস্যকে গ্রেপ্তার করা হয়। পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় মোট ৯ জন নব্য জেএমবির সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

[৬] সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের সঙ্গে ইতোপূর্বে গ্রেপ্তার অভিযুক্ত শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামানের বিভিন্ন সিক্রেট কমিউনিকেশন অ্যাপসের মাধ্যমে পল্টনে হামলার নির্দেশনা ও পরিকল্পনা বিষয়ক কথোপকথনের প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের আবেদনসহ গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়