শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫৬ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কসবায় পাওনা টাকা চাওয়ার জেরে পিটিয়ে হত্যা, স্বামী-স্ত্রী আটক

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাওনা টাকা চাওয়ার জেরে কবির হোসেন ওরফে ছোটন মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার চারুয়া এলাকায় এই ঘটনায় ঘটে। নিহত ছোটন মিয়া ওই এলাকার মৃত সাহেদ আলীর ছেলে। সে পেশায় ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন। এই ঘটনায় সেলিম মিয়া নামের এক অটোরিকশা চালক ও তার স্ত্রী পারভীন বেগমকে আটক করেছে পুলিশ।

[৩] বিষয়টি নিশ্চিত করে কসবা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম জানান, ডেকোরেটর ব্যবসায়ী ছোটন মিয়া অটোরিকশা চালক সেলিম মিয়ার কাছে হওলাত দেওয়া টাকা পাওনা ছিলেন। শুক্রবার সকালে ছোটন মিয়া তার টাকা চাইতে সেলিম মিয়ার বাড়িতে যায়।

[৪] এসময় টাকা নিয়ে বাকবিতন্ডা হলে ছোটন মিয়ার উপর সেলিম ও তার স্ত্রী পারভীন সহ কয়েকজনে হামলা করে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় ছোটন মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

[৫] আসাদুল ইসলাম আরও জানান, নিহতের চোখের নিচেসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দেওয়ার পর সেলিম মিয়া ও তার স্ত্রী পারভীনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়