শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২২ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে ৩ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রেজাউল করিম: [২] গাইবান্দা সদর উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩ হাজার ২’শ পিস ইয়াবা’সহ মোঃ রকুনুজ্জামান (২৭) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল।

[৩] আটককৃত হলেন- মোঃ রকুনুজ্জামান (২৭)। তিনি গাইবান্দা সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের মৃত গোলাপ আমীন এর ছেলে।

[৪] আটকের সময় তার কাছ থেকে ৩,২০০ পিস ইয়াবা, ২ টি মোবাইলসেট ও নগদ ২৮০ টাকা উদ্ধার করা হয়।

[৫] শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে স্পেশাল কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, গত ১০ সেপ্টেম্বর বিকালে গাইবান্ধা জেলার সদর থানাধীন পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামস্থ মোঃ সাদ্দাম, পিতা- মোহাম্মদ আলী এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাহার হেফাজত হইতে ৩,২০০ পিস ইয়াবা, ২টি মোবাইলসেট ও নগদ ২৮০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গাইবান্দা জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়