শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩০০ কোটি টাকা দিয়ে বেলকে বের করে দিতে চায় রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : [২] রিয়াল মাদ্রিদে গত এক মৌসুম ধরে প্রায় ব্রাত্য হয়ে আছেন গ্যারেথ বেল। নিয়মিত মাঠে নামার সুযোগ পাননি তবে রিয়ালে নিয়মিত হওয়ার ইচ্ছাটা এখনো আছে ওয়েলশ ফরোয়ার্ডের।

[৩] তবে রিয়াল কোচ জিনেদিন জিদান তাঁকে ছেড়ে দিতে চেয়েছিলেন গত মৌসুমেই। কিন্তু রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাকে বিনা পয়সায় ছাড়তে রাজি হননি। হাজার হোক, এক সময় তো বেলকে রেকর্ড গড়েই মাদ্রিদে এনেছিলেন পেরেজ। এই পরিস্থিতিতে দলবদলের ভারটা রিয়ালের ওপরই ছেড়ে দিয়েছিলেন বেল। আর রিয়াল এদিকে ভাবছে বেলকে কী করে ছাড়া যায়।

[৪] স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দেপোর্তোস কুয়াত্রো’ সান্তিয়াগো বার্নাব্যু অফিস থেকে একটি খবর বের করেছে। বেলকে বার্নাব্যু থেকে ছেড়ে দেওয়ার ব্যাপারে সাহায্য করতে চায় রিয়াল। ক্লাবটিতে তাঁর চুক্তির মেয়াদ ফুরোতে এখনো দুই বছর বাকি। ২০২২ সালে মেয়াদ ফুরোবে রিয়ালের সঙ্গে বেলের চুক্তির।এদিকে ওয়েলশ তারকা গো ধরে আছেন দরকার হলে দুই মৌসুম বসে থাকবেন তবু স্বেচ্ছায় রিয়াল ছাড়বেন না। কারণ তার চোখে, ক্লাব ছাড়ার ব্যাপারে রিয়ালই পরিস্থিতি জটিল করেছে।

[৫] এর আগে চাইনিজ ক্লাব থেকে বেলের জন্য আসা প্রস্তাব রিয়ালই নাকচ করেছে। এখন বেল বেঁকে বসায় বাধ্য হয়ে তাঁর সঙ্গে সম্পর্ক কাটাকাটি করার পথ খুঁজতে হচ্ছে লা লিগা চ্যাম্পিয়নদের। দেপোর্তোস কুয়াত্রো জানিয়েছে, বেলের চুক্তির বাকি দুই বছরের বেতনটা আগেভাগেই দিয়ে দিতে চায় রিয়াল। তাতে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাবের সঙ্গে সম্পর্ক চুকিয়ে অন্য পথ ধরতে পারবেন বেল। রিয়াল কোচ জিনেদিন জিদান ও গ্যারেথ বেল দুজন যেন দুই ভুবনের বাসিন্দা।

[৬] বেলের এজেন্ট জোনাথন বার্নেট বেশ আগেই জানিয়ে দিয়েছেন, দরকার হলে দুই মৌসুম বসে থাকবেন তবু রিয়াল ছাড়বেন না তাঁর খেলোয়াড়। এদিকে রিয়াল চাচ্ছে বার্নেটের সঙ্গে আলোচনার টেবিলে বসতে। দুই বছরে বেলের যে বেতন তা কথা বলে কমাতে চায় রিয়াল। এমনিতে বেলকে দুই বছরের অগ্রিম বেতন দিতে চাইলে রিয়ালের খরচ হবে প্রায় ৩ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা)।

[৭] এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’ অবশ্য অন্য তথ্য দিয়েছে। বেলের মোট পারিশ্রমিকের অর্ধেক আগাম দিয়ে তাঁকে ছাড়তে চায় রিয়াল। সে যাই হোক, রিয়াল বেলকে ছাড়ার ব্যবস্থা করলে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পারের খুশি হওয়ার কথা। ৩১ বছর বয়সী এ উইঙ্গারকে কিনতে আগ্রহী এ দুটি দল। টটেনহামে খেলেই ইউরোপে নিজের জাত চিনিয়েছিলেন বেল।

[৮] গত মৌসুমে চীনের ক্লাব জিয়াংসু সুনিং কিনতে চেয়েছিল বেলকে ফ্রিতে। রাজি হননি রিয়াল সভাপতি পেরেজ। গত মৌসুমের প্রায় বেশির ভাগ সময়ই বেঞ্চে বসে কাটিয়েছেন বেল। এবারও তেমন কিছু ঘটতে পারে যদি মাদ্রিদ ছাড়তে না পারেন বেল। নেশনস কাপে দেশের হয়ে খেলার পর কাল রিয়ালের অনুশীলনে ছিলেন না তিনি। করোনা বিরতির পর ১২ ম্যাচে মোটে ১০০ মিনিট মাঠে ছিলেন বেল। লিগের শেষ সাত ম্যাচে তো নামাই হয়নি তাঁর। বেল নিজে বেতন কমাতে রাজি নন, সে জন্য রিয়ালে আগামী দুই মৌসুম বসে কাটাতেও খুব একটা আপত্তি দেখাচ্ছেন না তিনি। - প্রথমআলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়