শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যেকোনো অবস্থায় যেকোনো ধরনের যুদ্ধ খারাপ, ট্রাম্পকে ইরান

রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের সমালোচনা করে বক্তব্য রাখার একই সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির যে দ্বৈত নীতি গ্রহণ করেছেন তার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, যেকোনো অবস্থায় যেকোনো ধরনের যুদ্ধ খারাপ। প্রেসটিভি

[৩] জারিফ বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া এক পোস্টে লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প যখন একথা স্বীকার করেছেন যে, মার্কিন সরকার তার অস্ত্র কোম্পানিগুলোর পকেট ভরানোর জন্য বিশ্বব্যাপী যুদ্ধ বাধানোর পাঁয়তারা করে ঠিক তখনই তিনি নিজে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে সেই অস্ত্র কোম্পানিগুলোর অস্ত্র বিক্রি করার নেশায় মত্ত রয়েছেন।

[৪] জারিফ আরো লিখেছেন, ট্রাম্প মনে করছেন শীতল যুদ্ধ ভালো কারণ তাতে বাণিজ্য ভালো হয় আর উষ্ণ যুদ্ধ তেমনটি নয়; কিন্তু আমি বলব দু’টি ক্ষেত্রেই যুদ্ধ খারাপ।

[৫] মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি তার দেশের সেনাবাহিনীর প্রশংসা করতে গিয়ে বলেছিলেন, তিনি সাধারণ সৈনিকদের পছন্দ করলেও জেনারেলদের পছন্দ করেন না, কারণ, জেনারেলরা সেইসব কোম্পানির পকেট ভরার জন্য যুদ্ধ বাধানোর পাঁয়তারা করেন যারা বোমাসহ অন্যান্য সমরাস্ত্র নির্মাণ করে।

[৬] আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা ট্রাম্পের এই স্বীকারোক্তির জের ধরে তার বিচার করার দাবি জানিয়েছেন। বিশ্বের সর্ববৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্বেব্যাপী নিরাপত্তাহীনতা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সন্ত্রাসবাদের বিস্তারে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানসহ আঞ্চলিক দেশগুলোর বেসামরিক নাগরিকদেরকে নির্বিচারে হত্যার কাজে সবচেয়ে বেশি মার্কিন অস্ত্র ব্যবহৃত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়