শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

রাহুল রাজ : [২] শ্রীলঙ্কা সফরের আগে টাইগারদের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক স্কোয়াডটি ২৭ সদস্যের করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। সেই দলে আছেন মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ।

[৩] তবে আনুষ্ঠানিক ভাবে বিসিবি স্কোয়াড ঘোষণা না দিলেও ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের ঘোষিত ২৭ সদস্যের দলে আছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। এছাড়া হাসান মাহমুদ, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকতকেও রাখা হয়েছে।

[৪] টাইগারদের প্রাথমিক স্কোয়াড নিয়ে বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, “মাহমুদউল্লাহ ২৭ জনের প্রাথমিক স্কোয়াডে আছেন যা আমরা শ্রীলঙ্কা সফর নিয়ে সরকারি নির্দেশনা পাওয়ার আগেই প্রস্তুত করেছিলাম।

[৫] এটা কেবলই প্রাথমিক স্কোয়াড আমরা এসব খেলোয়াড়ের ভিসা নিয়ে কাজ করছি। কিন্তু যখন আমরা আবাসিক ক্যাম্প শুরু করবো তখন সংখ্যাটা কমে ২০ জনে আসবে।”

[৬] ‘বর্তমান করোনা পরিস্থিতি অনুসারে স্ট্যান্ডবাই গুরুত্বপূর্ণ, আমরা সাত জনকে রাখার কথা ভাবছি। আমরা ৯ জন পেসারকে রেখেছি এর মানে এই নয় যে সবাইকে বেছে নিব চূড়ান্ত স্কোয়াডে। ২০ জনের স্কোয়াডে ৬ জন পেসার নিয়ে আমরা সফরে যাবো। সিরিজ শুরুর আগে ১৭ জনকে নির্বাচিত করে বাকিদের ঢাকা পাঠিয়ে দেওয়া হবে।’

[৭] একনজরে বাংলাদেশের ২৭ জনের প্রাথমিক স্কোয়াড: তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), সাইফ হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি চৌধুরি রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, নাইম হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি ও হাসান মাহমুদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়