শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে হার থেকে শিক্ষা নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়

ডেস্ক রিপোর্ট : ২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশের কাছে অপ্রত্যাশিত হারটা ইংলিশদের জন্য ছিল খুবই হতাশাজনক। সেই হার থেকে শিক্ষা নিয়েই নতুন করে ভাবনা শুরু করে ইংলিশ ক্রিকেট বোর্ড। আর তারই ফল এসেছে ২০১৯ বিশ্বকাপে। নিজের জন্মদিনে আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান।

আয়ারল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল ইয়ন মরগানের। কাকতলীয়ভাবে এই মিডলঅর্ডার ব্যাটসম্যান একটা সময় ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান। নিজের দারুন ব্যাটিং শৈলী দেখিয়ে সামর্থ্যের জানান দেন মরগান। সেই সাথে নেতৃত্বের গুনাবলী থাকায় ইংল্যান্ডের অধিনায়ক বনে যান এই আইরিশ ব্যাটসম্যান। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ৩৪ বছর বয়সী মরগানের হাত ধরেই ২০১৯ বিশ্বকাপে প্রথমবারের মত শিরোপার স্বাদ পায় ইংলিশরা।

২০১৫ বিশ্বকাপেও ইংল্যান্ডকে নেতৃত্ব দেন মরগান। তবে সেবার পায় লজ্জার তেতো স্বাদ। গ্রুপ পর্যায় থেকেই বিদায় নেয় ইংলিশরা। হারে বাংলাদেশের বিপক্ষেও। এরপর যেনো নড়েচড়ে বসে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। মরগানের নেতৃত্বেই নতুন করে পুর্নগঠিত হয় ইংল্যান্ড দল। ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখে গেলো ৫ বছরে ওয়ানডেতে সেরা দল হিসেবে তৈরি করেছে ইংলিশরা। তার মধ্যে অন্যতম ঘরের মাঠে স্বপ্নের বিশ্বকাপ জয়।

ইয়ন মরগান বলেন, ফাইনালের শেষ পর্যন্ত স্নায়ুচাপ বোধ করছিলাম। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতাটা আমার ক্যারিয়ারের অনন্য অর্জন। শিরোপা জয়ের মুহূর্তটা বহুদিন ইংলিশদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

 

এদিকে, ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের স্বপ্নপূরণ হয়েছিল বাংলাদেশের। যা বিশ্বকাপের ইতিহাসে টাইগারদের সেরা জয়। সেই ম্যাচে রুবেলের আগুন ঝরা বোলিংয়ের কাছেই কুপোকাত হয় ইংলিশ শিবির। সেই দুঃস্মৃতি থেকেই ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুঁজে নেয় ইংলিশরা।

সাক্ষাৎকারে আবারো সেই দিনের কথা স্মরণ করে মরগান বলেন, ২০‌১৫ বিশ্বকাপ আমাদের জন্য ছিল হতাশাজনক। শেষ মুহুর্তে দারুনভাবে ম্যাচটা জিতে নেয় বাংলাদেশ। শুধু তাই নয় সববিভাগেই বাংলাদেশের পারফরম্যান্স ছিলো প্রশংসনীয়। এরপর দলকে নতুন করে পুনর্গঠন করে ইসিবি। তাই সাফল্যও পাই আমরা।

এদিকে, সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ২০২৩ বিশ্বকাপেও শিরোপার দোরগোড়ায় যাওয়ার প্রত্যয় ইয়ন মরগানের।
সূত্র-সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়