শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪২ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজস্ব আদায়ে ৩৫৩ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছে ডিএনসিসি

সুজিৎ নন্দী: [২] বৃহস্পতিবার রাজস্বের পরিধি বাড়াতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অভিযানে ৯৩২টি হোল্ডিং ও ৩৫৩টি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

[৩] পরিদর্শন করা হোল্ডিং ও প্রতিষ্ঠানে ইতোপূর্বে ট্যাক্স অ্যাসেসমেন্ট করা হয়নি এ ধরনের হোল্ডিং সংখ্যা ৫৭টি এবং অ্যাসেসমেন্ট করা হলেও পরবর্তীতে হোল্ডিংগুলো সম্প্রসারণ করা হয়েছে এ ধরনের হোল্ডিং সংখ্যা ১৪৬টি। স¤প্রসারিত এসব হোল্ডিংকে ট্যাক্সের আওতায় আনা হচ্ছে।

[৪] পরিদর্শন করা ৩৫৩টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ৬১টি প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স নবায়ন করেনি এবং ১৫০টি প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করে আসছে।

[৫] গেল ১ সেপ্টেম্বর শুরু হওয়া চিরুনি অভিযানে মোট ৬ হাজার ৬৮টি হোল্ডিং পরিদর্শন করা হয়। এর মধ্যে ৩৭০টি হোল্ডিংয়ে ইতোপূর্বে ট্যাক্স অ্যাসেসমেন্ট করা হয়নি। এছাড়া ট্যাক্স অ্যাসেসমেন্ট করা হলেও ৮০৮টি ভবন পরে স¤প্রসারণ করা হয়েছে। এসব ট্যাক্স অ্যাসেসমেন্টবিহীন হোল্ডিং এবং স¤প্রসারিত হোল্ডিংগুলোকে ট্যাক্সের আওতায় আনা হবে।

[৬] এছাড়া ১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৭৪৯টি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এর মধ্যে ২৫১টি প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স নবায়ন করেনি এবং ৭০৫টি প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছে। ব্যবসা পরিচালনার জন্য এসব প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন করতে হবে।

[৭] চিরুনি অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরকে আহŸায়ক এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরকে যুগ্ম আহ্বায়ক করে ছয় সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। একজন উপকর কর্মকর্তা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়