শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একাদশ ভর্তির ফি নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড, অতিরিক্ত আদায়ে বালিত হবে এমপিওভুক্তি

শরীফ শাওন: [৩] বোর্ডের সাব-কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, মফস্বল বা পৌর (উপজেলা) এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেশন ফিসহ একাদশ ভর্তি ফি সর্বসাকুল্যে এক হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় দুই হাজার টাকা এবং ঢাকা মহানগর ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো তিন হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।

[৪] মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো একাদশ ভর্তিতে পাঁচ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। আংশিক এমপিওভুক্ত বা এমপিও বহির্ভুত প্রতিষ্ঠানে উন্নয়ন ও নন-এমপিও শিক্ষকদের বেতন ভাতা পরিশোধে শিক্ষার্থীর ভর্তি ফি, সেশন চার্জ ও উন্নয় ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ সাড়ে সাত হাজার এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ সাড়ে আট হাজার টাকা আদায় করতে পারবে। সরকারি কলেজগুলোকে সরকারি পরিপত্র অনুযায়ী ফি সংগ্রহ করতে বলা হয়েছে।

[৫] রেড ক্রিসেন্ট বাবদ ১২ টাকা, পাঠ বিরতি ও বিলম্বে ভর্তি হলে ১৫০ টাকা, বিলম্ব ভর্তি ফি ১০০ টাকা আদায় করা যাবে। তবে, উন্নয়ন খাতে কোন প্রতিষ্ঠান দেড় হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। সকল ফি রশিদের মাধ্যমে আদায় করার নির্দেশনা দেওয়া হয়।

[৬] বর্তমান কোভিড ১৯ পরিস্থিতিতে অভিভাবকদের আর্থিক অস্বচ্ছলতার বিষয় বিবেচনা করে, দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তিতে যতদুর সম্ভব মুকুফ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়