শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন ২২ জন, শনিবার সাক্ষাৎকার

শাহানুজ্জামান টিটু: [২] জাতীয় সংসদের চারটি আসনের উপ-নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হয়। ঢাকা-১৮ আসনে ৬ জন, ঢাকা-৫ আসনে ৫ জন, সিরাজগঞ্জ-১ আসনে ৩ জন এবং নওগাঁ-৬ আসনে ৮ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেন।

[৩] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চারটি উপনির্বাচনে ২২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে তিন জন ফরম জমা দিয়েছেন। আজ ও আগামীকাল শুক্রবারও বিএনপি ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। এর পরের দিন শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

[৪] সকাল ১০টায় প্রথম মনোনয়ন ফরম ক্রয় করেন ঢাকা-১৮ আসনের বিএনপি নেতা বাহাউদ্দিন সাদী। কয়েক শতাধিক নেতাকর্মী, ব্যানার, ফেস্টুন নিয়ে দলীয় কার্যালয়ে আসেন তিনি। তবে করোনাকালীন স্বাস্থ্য নিরাপত্তার জন্য সামাজিক দহৃরত্ব বজায় রেখে তার সঙ্গে কয়েকজনকে নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করে সংবাদমাধ্যমকে তিনি জানান, চলমান গণতান্ত্রিক আন্দোলন এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অংশ হিসেবে নির্বাচনে যাচ্ছে বিএনপি। আরো একটা বিষয় হচ্ছে, দেশের মানুষ তো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না। আর বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে তো দেশের মানুষ সেই অধিকারটুকুও হারাবে। তিনি বলেন, দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আশা করছি দল আমাকে মনোনয়ন দিয়ে ঢাকা-১৮ আসনের জনগণের কাজ করার সুযোগ দিবে। এ আসনে আরো ৫জন নেতা মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ সভাপতি হাজী মোস্লাফিজুর রহমান সেগুন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, যুবদলের মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা ইসমাইল হোসেন প্রমুখ।

No description available.

[৫] ঢাকা-৫ আসনের জন্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, নবী উল্লাহ নবী, মো. জুম্মন মিয়া ও আকবর হোসেন নান্টু । ঢাকা-১৮ আসনের জন্য এম কফিল উদ্দিন, এসএম জাহাঙ্গীর হোসেন, ইসমাইল হোসেন, বাহাউদ্দিন সাদী, মোস্তফা জামান সেগুন, মো. আখতার হোসেন মিলে এই দুই আসনে মোট ১১ জন মনোনয়নপত্র কিনেছেন।

[৬] নওগাঁ-৬ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আনোয়ার হোসেন, মো. আব্দুস শুক্কুর, এস এম ফারুক জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, এছহাক আলী, আতিকুর রহমান রতন মোল্লা, শেখ মো. রেজাউল ইসলাম, শফিকুল ইসলাম, আবু সাইদ রফিকুল আলম রফিক, ও সিরাজগঞ্জ-১ আসনে টি এম তহজিবুল রহমান তুষার, নাজমুল হাসান তালুকদার রানা, মো. রবিউল হাসান। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়