সুজন কৈরী : [২] রাজধানীর দারুস সালাম এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের ৪ জন সদস্যকে আটক করেছে র্যাব-২। আটকরা হলেন- অমিত হোসাইন ওরফে আবুল কালাম ওরফে সাগর ওরফে অ্যাকশন ওয়ার (৩৮), আল আমিন ওরফে তারিক (৩২), শিহাব উদ্দিন (২১) ও মানিকুজ্জামান ওরফে মানিক ওরফে রতন ওরফে সাইকেল ম্যান (৩২)। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, পাসপোর্ট, মোবাইল, মোটরসাইকেল, নগদ ১৫ হাজার টাকা, ২টি এটিএম কার্ড ও উস্কানি মূলক লিফলেট উদ্ধার করা হয়েছে।
[৩] বুধবার রাতে দারুস সালামের মিরপুর-১ এর দক্ষিন বিশিল ও হজরত শাহ আলী (রা.) জেনারেল হাসপাতাল গলির মায়ায় জিন্না মিয়ার চা দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
[৪] র্যাব-২ এর মিডিয়া অফিসার মোঃ আবদুল্লাহ আল মামুন বলেন, উগ্রবাদী বই বিতরন ও গোপন মিটিংয়ে সংগঠিত হয়ে সন্ত্রাসের ইঙ্গিত দেয়ায় বিষয়টি ব্যাটালিয়নের জঙ্গি প্রতিরোধ সেলের নজরে আসে। এরপর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে জানা যায়, আনসার আল ইসলামের কতিপয় সদস্য গোপন মিটিংয়ে অংশ নিতে দক্ষিন বিশিল এলাকায় জমায়েত হয়েছে। ওই তথ্যে ব্যাটালিয়নের একটি বিশেষ দল গত রাতে অভিযান চালিয়ে মিরপুর-১ এর ১ নম্বর প্লরে দক্ষিন বিশিলের হোটেল রয়ালের (আবাসিক) সামনে থেকে প্রথমে আনসার আল ইসলামের সদস্য অমিত হোসাইনকে আটক করে। তার দেয়া তথ্যে একই রাতে বাকি ৩ জঙ্গি সদস্যকে হজরত শাহ আলী (রা.) জেনারেল হাসপাতাল গলির মায়ায় জিন্না মিয়ার চা দোকানের সামনে থেকে আটক করে।
[৫] তিনি বলেন, জিজ্ঞাসাবাদে ্ াটকরা জানিয়েছেন, তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। অমিত হোসাইন এবং মানিকুজ্জামান ২০১৯ সালে আনসার আল ইসলামে যোগ দেন এবং আল আমিন ২০১৬ সালে এবং শিহাব উদ্দিন ২০১৭ সালে সংগঠনে যোগ দেন। শিহাব উদ্দিন জিহাদের জন্য নিজেকে প্রস্তুত করতে অস্ত্র কিনার পরিকল্পনা করছিলেন। ধারনা করা হচ্ছে, শিহাব আনসার আল ইসলামের একজন আশকারি সদস্য। অভিযানকালে তাদের মোবাইল তল্লাশি করে এবং তাদের কাছে থেকে পাওয়া উগ্রবাদী বই থেকে জঙ্গিবাদের সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
[৬] র্যাবের এ কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা গেছে, আটকরা তাদের অন্যান্য জঙ্গি সহযোগী মাসের সুবিধাজনক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় পূর্ব নির্ধারিত গোপন স্থানে একত্রিত হয়ে তাদের সংগঠনের বিষয়ে ভবিষ্যত কর্মপন্থা, সদস্য বৃদ্ধি করণ, সদস্যপদ গ্রহন, ফান্ড সংগ্রহ এবং অন্যান্য বিষয়ে আলোচনা করত।