শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আত্মহত্যা প্রবণতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে দশম

দেবদুলাল মুন্না:[২] বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য আজ প্রকাশিত হয়েছে। আজ ভার্চুয়ালি পালিত হয়েছে আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস। প্রতিবছর ১০ সেপ্টেম্বর এ দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সবাই মিলে একসঙ্গে আত্মহত্যা প্রতিরোধ করবো'। আত্মহত্যা প্রবণতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে দশম।

[৩] জাতীয় মানসিক ইন্সটিটিউট ও হাসপাতালে কর্মরত মনোবিজ্ঞানী মোহাম্মদ ফারুক আলম এ তথ্য জানান। তিনি বলেন, প্রত্যেক আত্মহত্যাকারীই মৃত্যুর আগে একজন মানসিক রোগী হন। জাতীয় মানসিক ইন্সটিটিউট ও হাসপাতালের হিসাব অনুযায়ী, বর্তমানে জনসংখ্যা ১৮ কোটি হিসাব করলে দেখা যাচ্ছে প্রায় ২ কোটি ৬৭ লাখ মানসিক অসুস্থতায় ভুগছেন। উল্টোদিকে মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক আছেন মাত্র ৩০০-এর কিছু বেশি। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে সবার চিকিৎসাসেবা নিশ্চিত করাটা বেশ দুরূহ।

[৪] তিনি বলেন, ডাক্তারের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা হিসাব করলে পাওয়া যায়, প্রায় ৮০ হাজার রোগীর চিকিৎসার জন্য রয়েছেন মাত্র একজন বিশেষজ্ঞ চিকিৎসক।

[৫] ডা. ফারুক বলেন, সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি বিষয়ে মনোযোগ দিতে হবে। ক্লিনিক্যাল সাইক্লোজিস্টসহ বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়াতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়