শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটে ছাত্রদলের ১১ ইউনিটে আহ্বায়ক কমিটি

লালমনিরহাট প্রতিনিধিঃ [২] জেলা ছাত্রদলের ৫টি উপজেলাসহ ১১টি ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে এ কমিটি অনুমোদন করেন জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন ও সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ।

[৩] জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন বলেন, লালমনিরহাট জেলা ছাত্রদলের অধিনে থাকা ১১টি ইউনিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়। কিন্তু করোনা ভাইরাসের কারণে নতুন করে আহ্বায়ক কমিটি কিংবা সম্মেলন করা সম্ভব হয়নি। দীর্ঘ দিন পরে হলেও নতুন করে ১১টি ইউনিটের প্রত্যেকটিতে ২১ সদস্যের একটি করে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। নতুন এ আহ্বায়ক কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে তাদের অধিনস্থ ইউনিট কমিটি সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত করে জেলা কমিটিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

[৪] নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের ক্ষেত্রে কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান ছাত্রনেতা লিমন।

[৫] নতুন আহ্বায়ক কমিটিতে নেতৃত্ব পেয়েছেন, পাটগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান সনেট ও সদস্য সচিব মাহাফুজ আলম রিফাত। পাটগ্রাম পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সিরাজ উদ্দিন সাজু ও সদস্য সচিব মাহফুজার রহমান লিটু। পাটগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব ইকরাম হোসেন স্বাধীন।

[৬] হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান। আলিমুদ্দিন সরকারি কলেজে আহ্বায়ক মহির উদ্দিন দুলাল ও সদস্য সচিব রাজিব হোসেন।

[৭] কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল হক নয়ন ও সদস্য সচিব মোনছেদুল খান বুলবুল। আদিতমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম ও সদস্য সচিব আমির হামজা নান্নু। আদিতমারী সরকারি কলেজের আহ্বায়ক সজিব মিয়া ও সদস্য সচিব হযরত আলী।

[৮] লালমনিরহাট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন খান ও সদস্য সচিব মনিরুজ্জামান মনির। লালমনিরহাট সরকারি কলেজে আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব তৌফিক হাসান শাওন। লালমনিরহাট পৌরসভায় আহ্বায়ক নাহিদ হাসান নির্ঝর ও সদস্য সচিব সৈকত ইমরান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়