শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যাত্রী বেশে সিএনজিতে ছিনতাই, চালকসহ তিন ছিনতাইকারী আটক

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী বেশে ছিনতাইকালে তিন যুবককে আটক করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

[৩] আটককৃতরা হলেন, সিএনজি চালিত অটোরিকশার ড্রাইভার শামীম মিয়া (২০), রোমান (২১) ও জাবেদ (২০)। তারা সবাই সদর উপজেলার উত্তর সুহিলপুরের বাসিন্দা বলে জানা গেছে।

[৪] বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, রাতে সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাইন উদ্দিন খাঁটিহাতা বিশ্বরোড মোড় থেকে জেলা সদরে ফিরতে সিএনজি চালিত অটোরিকশায় উঠেন। সেই সিএনজিতে চালক সহ পিছনের আসনে আরও দুইজন যাত্রী ছিলেন। সিএনজিটি কুমিল্লা-সিলেট মহাসড়কের চান্দিয়ারা পাকা রাস্তার বরাবর আসার পর পিছনের আসনে থাকা দুইজন মাইন উদ্দিনের গলায় ছুরি রেখে বলেন সাথে থাকা সবকিছু দিয়ে দিতে। তার সাথে থাকা মোবাইল ও সাড়ে ৫হাজার টাকা তাদের দিয়ে দিলে, মাইন উদ্দিনকে সড়কের পাশে ফেলে রেখে সিএনজি যোগে তারা পালিয়ে যায়। মাইন উদ্দিন আরও একটি কাছে পেয়ে ছিনতাইকারীদের পেছনে ধাওয়া করে। একপর্যায়ে মইন উদ্দিন ধাওয়া করে মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় চালকসহ তিন ছিনতাইকারীকে আটক করে।

[৫] তিনি আরও জানান, আটকের পর তিন ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করা হয়। তারা সংবদ্ধ ছিনতাইকারী চক্র। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়