শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০০ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৈরি পোশাকের আড়ালে অ্যামফিটামিন মাদক পাচারের চেষ্টা, আটক ৬

সুজন কৈরী: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজে মঙ্গলবার গভীর রাতে ডুয়েল ভিউ স্ক্যানারে নিরাপত্তা তল্লাশি বা স্ক্রিনিংয়ের সময় এভিয়েশন সিকিউরিটির সদস্যরা রপ্তানি পোশাকের চালানে বিপুল পরিমাণ কোকেন সদৃশ মাদক এমফিটামিন জব্দ করেছেন। সেইসঙ্গে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে রপ্তানিকারক প্রতিষ্ঠানের ছয় কর্মচারীকে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

পাউডারগুলো আটকের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য খবর দেয়া হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে (ডিএনসি)। অধিদপ্তরের কর্মকর্তারা গিয়ে পরীক্ষা করে উদ্ধার হওয়া পাউডারগুলো অ্যামফিটামিন বলে শনাক্ত করেন।

বুধবার বিকেলে বিমানবন্দরের এইচএসআইএ হলে সংবাদ সম্মেলনে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান জানান, বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজে ডুয়েল ভিউ স্ক্যানারে নিরাপত্তা তল্লাশি বা স্ক্রিনিংয়ের সময় এভিয়েশন সিকিউরিটির সদস্যরা রপ্তানি পোশাকের চালান থেকে অ্যামফিটামিন নামের মাদকগুলো আটক করেছেন। এই মাদক গার্মেন্টস পণ্যের আড়ালে এক্সপোর্ট হচ্ছিল। অ্যামফিটামিন বাংলাদেশের ইতিহাসে প্রথম ধরা পড়েছে। এই পণ্যগুলো নেপচুন ফ্রেইট লিমিটেড নামক একটি কোম্পানির গার্মেন্টস পণ্যের চালান। ইউনাইটেড ট্রেড নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই পণ্যগুলো প্যাকেজিং করা হয়। ফেডেক্স এক্সপ্রেস কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশ বিমানের একটি কার্গো ফ্লাইটে বুধবার রাতে হংকং হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিলো। সেই কার্গোতে থাকা কার্টনগুলোর মধ্যে ৭টি কার্টনে প্রায় ১৫ কেজি ৬৫৮ গ্রাম (প্যাকেটসহ গ্রস ওজন) পাউডার জাতীয় পদার্থ আটক করেন দায়িত্বরতরা।

তৌহিদ উল আহসান আরও বলেন, কার্টনগুলোর ভেতরে থাকা কাপড়ে বিশেষ একটি স্তর তৈরি করে মাদকগুলো পলিথিনের প্যাকেটে রাখা হয়েছিল। এছাড়া তার বাইরে একটি কার্বনেট আবরণ দেয়া ছিল। বিমানবন্দরের ই-স্কিনিং সিস্টেমকে ফাঁকি দিতে এই কৌশল ব্যবহার করা হয়েছে। এর সঠিক বাজারমূল্য জানা না গেলেও বিভিন্ন দেশে এর আলাদা-আলাদা বাজারদর রয়েছে। অ্যামফিটামিন নামের এই মাদকের নানা ব্যবহার রয়েছে। ইয়াবাসহ বিভিন্ন মাদক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে এটি। জব্দ করা নতুন মাদক বিমানবন্দর থানায় স্থানান্তর করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে।

ডিএনসির ঢাকা মেট্রো উপ অঞ্চলের দক্ষিণ বিভাগের ডিডি মো. মাঞ্জুরুল ইসলাম বলেন, উদ্ধার পাউডারগুলো মাদকের তালিকায় ‘ক’ বা প্রথম শ্রেণীর অন্তভর্‚ক্ত। এগুলো প্রতিকেজির আনুমানিক বাজার দর দেড়কোটি টাকা। এসব পাউডার ইয়াবা তৈরির প্রধান উপাদান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়