শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অচল মোবাইলের ভেতর স্বর্ণের বার পাচারের চেষ্টা

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে অচল একটি মোবাইল হাতে নিয়ে গোয়েন্দা কর্মকর্তার সন্দেহজনক মনে হল। মামুলি মোবাইলের ওজন কেন এতো ভারী? পরে দেখা গেল মোবাইলের ভেতরে সুকৌশলে রাখা চকচকে স্বর্ণের বার!

[৩] মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রী আবদুল কাদের রেজওয়ানের কাছ থেকে এভাবেই উদ্ধার করা হলো স্বর্ণের বার। তিনি চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা। দুবাই থেকে একই বিমানে আসা হাটহাজারীর হাবিব উল্লাহ নামের এক যাত্রীর ব্যাগে পাওয়া ১৫০ কার্টন সিগারেটও জব্দ করা হয়।

[৪] জানা গেছে, দুবাই থেকে বিমানে ওড়ার আগে ২৪ ক্যারেটের দুটি স্বর্ণের বার আনার ঘোষণা দিয়েছিলেন এই যাত্রী। ফরম পূরণ, ট্যাক্স জমাসহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ না করেই মোবাইল ফোনে কথা বলতে বলতে বিমানবন্দর ছাড়ার ঠিক আগে গোয়েন্দা সংস্থা এনএসআই টিমের ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে। বিমানবন্দর টার্মিনালের তিন নম্বর গেট পার হওয়ার সময় এনএসআই সদস্যরা তার পথরোধ করে। পরে তল্লাশি চালিয়ে অচল মোবাইলের ভেতর থেকে উদ্ধার হল স্বর্ণের বার।

[৫] বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী স্বর্ণ বা শুল্কযোগ্য পণ্য আনলে যাত্রীরা ঘোষণা দিয়ে কর পরিশোধ করলেই ছাড়িয়ে নিতে পারেন। কোতোয়ালী এলাকার বাসিন্দা যাত্রী দুটি বারের ঘোষণা দিয়ে আরেকটি কৌশলে পাচারের চেষ্টা করেছিলেন। তাই তাকে শুল্ককরের পাশাপাশি দিতে হবে জরিমানাও। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়