শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে আড়িয়াল খাঁ নদে গর্ভে বিলিন বসতবাড়ি-ফসলি জমি

এইচ এম মিলন: [২] মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদে গর্ভে বিলিন হয়ে গেছে প্রায় ২০টি বসবাড়ি ও ফসলিজমি। ইতিমধ্যে এ নদীর তান্ডবে ভিটামাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে অনেকে। বর্তমানে নদীর পানি অনেক কমলেও প্রচন্ড ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। ফলে ভাঙ্গন আতঙ্কে দিন কাটাচ্ছে ৫ গ্রামের মানুষ। এদিকে আড়িয়াল খাঁ নদী ভাঙ্গন কবলিত অনেক মানুষ কোন প্রকার সহযোগীতা না পেয়ে পরিবার নিয়ে অর্ধহাড়ে দীনযাপন করছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবার ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

[৩] বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন ও স্থানীয় লোকজনেরা জানান, উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দুরে রয়েছে সাহেবরামপুর আন্ডারচর গ্রাম। এ গ্রামের উপর দিয়ে বয়ে গেছে আড়িয়াল খাঁ নদী। এ গ্রাম প্রত্যান্তঞ্চলে হওয়ায় দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পড়ে আছে। নেই কোন আধুনিক সুযোগ-সুবিধা। বিগত দিনেও নদী গর্ভে চলে গেছে এ গ্রামের অনেক গাছপাল, বাড়িঘর ও কয়েকশ’ একর ফসলি জমি।

[৪] কিন্তু তখন কেউ এগিয়ে আসেনি এ গ্রামের মানুষের পাশে। বর্তমানে আড়িয়াল খা নদী গর্ভে আন্ডারচর গ্রামের লঞ্চঘাটের পূর্ব পাশ থেকে প্রায় ১ কিলোমিটার ধান, আখ ও পাটসহ বিভিন্ন প্রকার ফসলি জমি চলে গেছে। এছাড়া বর্তমানে পূনরায় একের পর এক আড়িয়াল খাঁ নদীর পেটে চলে গেছে আন্ডারচর গ্রামের চানমিয়া সরদার, বজলুল রহমান সরদার, দাদন সরদার, দুদু মিয়া সরদার, বাদশা সরদার, কামাল হাওলাদার ও হাচিনা বেগমসহ প্রায় ২০টি বসতবাড়ি।

[৫] ভাঙ্গন ঝুকিতে রয়েছে অর্ধশতাধিক বসতবাড়িসহ বেশ কিছু গুরুত্বপূর্ন স্থাপনা। বর্তমানে আন্ডারচরসহ ৩টি গ্রামের মানুষ নদী ভাঙ্গন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন। অবহেলিত আন্ডারচর গ্রামের মানুষেরা সরকারি বা বেসরকারিভাবে কোন প্রকার ত্রানও পাননি।

[৬] ক্ষতিগ্রস্ত হাসিনা বেগম ও বিউটি বেগমসহ বেশ কয়েকজন বলেন, আড়িয়াল খাঁ নদী আমাগো ঘড়বাড়ি, জায়গা জমি সব কেড়ে নিয়ে গেছে। পানি কমে অসময় প্রচন্ড নদে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন রোধ না করা হলে আমাগো বাকি যা আছে সব নদী চলে যাবে আমরা গ্রামবাসি নদী ভাঙ্গনের হাত থেকে বাঁচতে চাই। এ ছাড়া আমরা কোন সাহায্য-সহযোগীতাও পাইনি।

[৭] কৃষক মোয়াজ্জেম হোসেন, জলিল শিকদার ও হাবিবুর রহমান শিকদারসহ বেশ কয়েকজন বলেন, আমাগো ফসলের সকল জমি নদী গর্ভে চলে গেছে। আমরা এখন কিভাবে বাঁচবো। আমাগো কৃষকের কান্না কারো কিছু আসে যায়না।

[৮] আন্ডারচরের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আয়নাল হক বেপারী বলেন, নদী ভাঙ্গনে রাজাচর গ্রামের সব শেষে হয়ে গেছে। আমি চেষ্টা করছি ভাঙ্গন কবলিত মানুষের পাশে দাড়ানোর জন্য।

[৯] সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সেলিম বলেন,আড়িয়াল খাঁ ভাঙ্গন বন্ধ করতে বহুবার প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছি। তবে দুঃখের বিষয় এখনো কার্যকর কোন ব্যবস্থা নেয়া হয়নি। পানি কমলেও ভাঙ্গনের তীব্রতা বেড়েছে।

[১০] এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের ব্যবস্থা করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়