শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত নারী চিকিৎসক ও তার সহকারীদের উপর হামলার ঘটনায় তিন যুবক গ্রেপ্তার, থানায় মামলা দায়ের

সাতক্ষীরা প্রতিনিধি : [২] সোমবার রাতে এ হামলার পর পুলিশ তাদের গ্রেপ্তার করেন। এদিকে, জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.শারমিন ফিরোজ রাতেই এ হামলার ঘটনায় উক্ত তিন জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

[৩] গ্রেপ্তারকৃত যুবকরা হলেন, দেবহাটা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত সঞ্জয় মোড়লের ছেলে ইসমাইল হোসেন দ্বীপ (২৮), সদর উপজেলার বাঁকাল এলাকার সৈয়দ রাফিনুররের ছেলে সৈয়দ সাইদুর জামান সাগর(২৪) ও একই উপজেলার বাঁকাল শেখপাড়া এলাকার শেখ মোজাফফর হোসেনের ছেলে শেখ গোলাম মোস্তফা(২৪)।

[৫] মামলার বিবরনে জানা যায়, এক রুগী ভর্তিকে কেন্দ্র করে সোমবার রাতে সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও সহকারীদের উপর অতর্কিত হামলা চালায় ইসমাইল হোসেন দ্বীপ, সৈয়দ সাইদুর জামান সাগর ও শেখ গোলাম মোস্তফা। এ সময় তারা সরকারী কর্মকর্তা-কর্মচারীদের কর্তব্য পালনে বাধাসহ আক্রমন ও অপরাধমুলক বল প্রয়োগ করে তাদের উপর আঘাত করে। এ ঘটনায় ওই সময়ে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শারমিন ফিরোজ উক্ত তিন যুবককে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

[৬] এদিকে, গ্রেপ্তারকৃত তিন আসামীর ডোপ টেষ্টে মাদক সেবনের সত্যতা পাওয়ায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে আরো একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনা শুনার পর তিনি রাতেই জরুরি বিভাগে যান এবং উক্ত তিন যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের কাছে সুপারিশ করেন।

[৭] সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত (ওসি) আসাদুজ্জামান জানান, ইতিমধ্যে এ ঘটনায় জড়িত তিন আসামীকেই গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত তিন আসামীর ডোপ টেষ্টে মাদক সেবনের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে আরো একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়