মহসীন কবির : [২] বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। এছাড়া পুলিশের দুই সোর্সের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। থানায় পুলিশ হেফাজতে মিরপুরের যুবক জনি হত্যা মামলায় একাই রায় দেন আদালত।
[৩] মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুর রহমান জাহিদ, এসআই রাশেদুল ইসলাম, এসআই কামরুজ্জামান মিন্টু এবং ৭ বছর করে কারাদণ্ড প্রাপ্তরা হলেন, পুলিশের সোর্স রাশেদ ও সুমন।
[৪] এ মামলায় ২০১৬ সালের ১৭ এপ্রিল এসআই জাহিদসহ ৫ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। পরে হাইকোর্টে আসামিদের আবেদনে দীর্ঘদিন মামলাটির বিচার বন্ধ ছিল। পুলিশ হেফাজতে নির্যাতন করে জনিকে হত্যার অভিযোগে ২০১৪ সালের ৭ আগস্ট নিহতের ভাই ইমতিয়াজ হোসেন রকি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করেন।
[৫] ২০১৩ সালে পুলিশ হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইন প্রণয়নের ৭ বছরের মাথায় এই আইনে প্রথম কোন মামলার রায় হয়েছে। জনির পরিবার ও রাষ্ট্রপক্ষ রায়ে ৫ আসামির সর্বোচ্চ সাজার প্রত্যাশা করেছিলেন।
[৬] গত ২৪ আগস্ট রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মামলাটি রায়ের জন্য দিন ধার্য করেন। এ মামলায় ২৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।