[৩] সকাল ১১টায় স্পীকার শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। শুরুতেই প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার কোনো অপরাধীকে দায়মুক্তি দেয় না। ওয়াহিদা খানমের ওপর আক্রমনের ঘটনায় সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
[৪] প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে অপরাধীকে ধরা হয়েছে, এবং এর পিছনে কারা মদদদাতা আছেন তাদেরকেও বের করা হবে। অপরাধীদের শাস্তি হবেই।"
[৫] এসময় প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের অনুরোধ করে বলেন, তারাও যেন এই ধরনের অপরাধীদের বাঁচাতে চেষ্টা না করেন। এছাড়া আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, দেশে যাতে একজন মানুষও গৃহহীন না থাকে সে লক্ষ্যেই আশ্রয়ন প্রকল্প দুই এর কাজ চলছে।