মহসীন কবির : [২] নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ডে ঘটনায় রিট শুনানি কালে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এমন মন্তব্য করেন হাইকোর্ট। ডিবিসি ও ৭১ টিভি
[৩] গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) এশার নামাজের সময় মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অর্ধশত মানুষ আহত হয়। দগ্ধ হয়ে ৩৭ জন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এর মধ্যে ২৮ জন মারা গেছে। ২৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ১৪ জনকে নারায়ণগঞ্জে ও বাকিদেরকে তাদের নিজ জেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।