শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পাননি ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৪ সকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরুষ আইনজীবীকে অপহরণের অভিযোগে নারী আইনজীবী কারাগারে

ডেস্ক রিপোর্ট : কিশোরগঞ্জে পুরুষ আইনজীবীকে অপহরণের অভিযোগে শিক্ষানবিশ এক নারী আইনজীবীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে ২ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহীদুল ইসলাম ওই নারী আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের জিআরও নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিচারকের নির্দেশের পরই শিক্ষানবিশ ওই নারী আইনজীবীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোস্তফা আলম হিমেল নামের এক আইনজীবী, তাকে অপহরণের অভিযোগ এনে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেন।

ওই নারী আইনজীবী ছাড়া বাকি তিন আসামি হলেন- তার বড় ভাই মো. রানা, প্রতিবেশী মো. সাফায়েত ও ইসফাম।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দীক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে বাদী অ্যাডভোকেট মোস্তফা আলম হিমেল অভিযোগ করেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কর্মস্থলে আসার সময় জেলা জজ আদালতের মূল গেইটের সামনে থেকে আসামিরা মোস্তফা আলমকে জোর করে একটি সাদা মাইক্রোবাসে উঠিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে তাকে গাইটাল শ্রীনগর এলাকার ওই নারী আইনজীবীর বাসায় নিয়ে আটকে রাখেন।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘণ্টাখানেক পর সেখান থেকে মোস্তফা আলম হিমেলকে উদ্ধার করে। উদ্ধারের পর অ্যাডভোকেট মোস্তফা আলম হিমেল অপহরণের অভিযোগে ওই নারী সহকর্মীর বিরুদ্ধে মামলা করেন।

সূত্র :  দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়