শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্পর্ক উন্নয়নে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব

ডেস্ক রিপোর্ট : সম্প্রতি বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে তৈরি হওয়া দূরত্ব কমাতে ঢাকা সফর করে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এবার ফিরতি সফরে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। কূটনৈতিক সূত্র বলছে, দিনক্ষণ চূড়ান্ত না হলেও মাসুদ বিন মোমেনের দিল্লি সফরের প্রস্তুতি চলছে। চলতি মাসের মাঝামাঝিতে এ সফর হতে পারে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের যে অটুট বন্ধন আছে তা উন্নয়নই পররাষ্ট্র সচিবের এবারের সফরের উদ্দেশ্য।

সূত্র জানায়, পররাষ্ট্র সচিবের এবারের সফরে সীমান্ত হত্যা ও তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টন অগ্রাধিকার পাবে। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন থেকে শুরু করে করোনা টিকা ও রোহিঙ্গা ইস্যুসহ সম্প্রতি হয়ে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা হতে পারে। তা ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় হওয়া বিভিন্ন চুক্তির অগ্রগতির বিষয়ে আলোচনা হবে। যেসব চুক্তি এখনো আলোর মুখ দেখেনি সেগুলো কীভাবে এগিয়ে নেওয়া যায় সেটিও আলোচনায় স্থান পাবে।

ভারতে এখন করোনার টিকা তৈরির চেষ্টা চলছে। তা ছাড়া অক্সফোর্ডের টিকার বিষয়টি দেখছে ভারতীয়রা এবং তারা ট্রায়াল করছে। ভারতীয় ওষুুধ কোম্পানি অক্সফোর্ডের এই টিকা উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত। পররাষ্ট্র সচিবের সফরে বাংলাদেশ কীভাবে টিকা পেতে পারে সে বিষয়েও আলোচনা হবে। বাংলাদেশ সফরে এসে ভারতের পররাষ্ট্র সচিব টিকা প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে আশ্বস্ত করেছেন।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গত সোমবার টেলিফোনে কথা বলেছেন। আলাপকালে দুই দেশের যৌথ পরামর্শ কমিশনের (জেসিসি) বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। ২৯ বা ৩০ সেপ্টেম্বর অনলাইনে জেসিসির এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র সচিবের দিল্লি সফরে এই বৈঠকের এজেন্ডাও ঠিক হতে পারে।যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়