শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৬ সকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসাবে রোনাল্ডোর গোলের সেঞ্চুরি

ডেস্ক রিপোর্ট: ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি করলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

৯৯টি গোলের পর তার এই রেকর্ডের অপেক্ষায় ছিল ভক্তরা। ৬ সেপ্টেম্বরই তা হতে পারত। কিন্তু সেদিন উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামেননি সিআরসেভেন। পায়ে সংক্রমণের জন্য দর্শক হয়েই থাকতে হয়েছে তাকে।

তবে মঙ্গলবার লিগের নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে কীর্তিটা গড়তে দেরি করলেন না এই পর্তুগিজ সুপারস্টার।

এদিন সুইডেনের বিপক্ষে গোল করে এই মাইলফলক পূরণ করেন পর্তুগাল অধিনায়ক।

তার সামনে এখন ইরানের আলি দাইয়ি। ১০৯ গোল করে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি করেছিলেন। সে হিসাবে রোনাল্ডোর অবস্থান দ্বিতীয় হলেও ইউরোপিয়ানদের মধ্যে প্রথম।

ম্যাচের ৪৪তম মিনিটে জাও মোতিনহোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সুইডেনের গুস্তাভ সভেন্সন।

আর তাতেই ডি বক্সের ২৫ গজ দূরে ফ্রিকিক পায় পর্তুগাল। ৪৫ মিনিটে সেই ফ্রি-কিকে পা ছোঁয়ান রোনাল্ডো। সরাসরি সুইডিশ গোলরক্ষককে বোকা বানিয়ে তা জালে জড়ায়। দৃষ্টিনন্দন এক ফ্রি-কিক দিয়ে নিজের শততম গোল পূরণ করলেন রোনাল্ডো।

দেশের হয়ে ফ্রি-কিক থেকে রোনাল্ডোর এটি ১০ম গোল। আর ফ্রি-কিক থেকে এটি তার ৫৭তম।

ভক্তদের এখন শুধু অপেক্ষা আরও ১০ গোলের। এই উয়েফা নেশন্স লিগেই যদি গুনে গুনে নেই ১০টি গোল করে ফেলেন রোনাল্ডো! সেই আশায় ভক্তরা। তাহলে এককভাবে আর্ন্তজাতিক ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও দখলে নেবেন তিনি।

পরিসংখ্যান বলেছে, রোনাল্ডোর এই ১০০ গোলের মধ্যে বাঁ-পা দিয়ে করেছেন ২২টি , ডান পা দিয়ে করেছেন ৫৪টি যার মধ্যে ১০টি গোল এসেছে ফ্রি-কিক থেকে, ৭৯টি ওপেন প্লে থেকে এবং ১১টি গোল করেছেন পেনাল্টি স্পট থেকে। বাকি ২৪টি গোল করেছেন হেড দিয়ে।যুগান্তর

তথ্যসূত্র: গোল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়