শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অরুণাচল থেকে নিখোঁজ হওয়া পাঁচ ভারতীয় তরুণ চীনের হেফাজতে আছে

সিরাজুল ইসলাম: [২] ভারতীয় সেনাবাহিনীর অনুরোধে চীনা সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। রয়টার্স

[৩] শুক্রবার অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার নাচোতে জঙ্গলের মধ্যে শিকারে গিয়েছিলেন কয়েকজন তরুণ৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছ থেকে চীনা সেনা তাদের মধ্য থেকে পাঁচজনকে অপহরণ করে। তাদের সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে এসে পুলিশকে এ কথা জানান৷

[৪] মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু টুইটারে লেখেন, সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে ওই তরুণদের ফিরিয়ে আনার আলোচনা চলছে।

[৫] ভারতের প্রতিরক্ষা ফোর্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল হার্স ওয়ারধন পান্ডে বলেন, আমরা তাদের (চীন) হটলাইনে কথা বলেছি। আমরা তাদের বলেছি- কিছু লোক সীমান্ত অতিক্রম করে আপনাদের দেশে ঢুকে পড়েছিলো। তারা আপনাদের হেফাজতে থাকলে জানান। সাধারণ নিয়মানুসারে তাদের আমাদের কাছে হস্তান্তর করুন। কৃতজ্ঞ থাকবো।

[৬] তিনি বলেন, বন ও পাহাড়ের মধ্যে সীমান্ত রেখা নেই। তারা এদিক সেদিক ঘোরাফেরা করে থাকে। তারা আপনাদের ভূখন্ডে ঢুকে পড়তে পারে- এটা খুবই স্বাভাবিক।

[৭] পারমানবিক শক্তিধর দেশ দুইটির মধ্যে ৩ হাজার ৪৮৮ কিলোমিটার অমীমাংসিত সীমান্ত রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা চলছে। লাদাখে দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষ হয় জুনে। এতে ভারতের ২০ সেনা নিহত হয়। চীন তার কয়েক সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। অরুণাচলকে তিব্বতের অংশ দাবি করে আসছে চীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়