শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা টেস্টে পজিটিভ টাইগার ওপেনার সাইফ হাসান

রাহুল রাজ: [২] তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফর যাবে বাংলাদেশ। সেই সফরের আগে অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। কিন্তু হঠাৎই অনুশীলনে অবস্থানরত এক স্টাফের করোনার উপসর্গ দেখা দিল বন্ধ হয়ে যায় অনুশীলন।

[৩] এরপর জাতীয় দলের ক্রিকেটারদের বাসায় গিয়ে করোনা টেস্ট করাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে পরীক্ষা করা হয়েছে ১৭ ক্রিকেটার ও ৭ জন সাপোর্ট স্টাফের। তাদের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন দুইজন। যেখানে খেলোয়াড় একজন ও অন্যজন স্টাফ রয়েছে।

[৪] আর তাদের আনুষ্ঠানিক ভাবে বিসিবি কোন নাম প্রকাশ না করলেও, বিসিবির এক সূত্র থেকে জানা যায়- তরুণ ওপেনার ব্যাটসম্যান সাইফ হাসান করোনায় আক্রান্ত হয়েছেন। আর ইংলিশ ট্রেনার নিক লিও কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

[৫] বিসিবির গভীর ঐ সূত্র জানিয়েছে, “ক্রিকেটারদের মধ্যে ওপেনার সাইফ হাসান করোনা আক্রান্ত। তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। সঙ্গে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন দলের ইংলিশ ট্রেনার নিক লি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়