শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৮:০০ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাভার প্রতিনিধি: [২] সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রিয়াদ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

[৩] মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

[৪] মোটরসাইকেল চালককে আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

[৫] নিহত রিয়াদ (২৪) চাঁদপুর জেলার মতলব থানার সেনগাবচর গ্রামের মাহবুব ইসলামের ছেলে। তিনি রাজধানীর গাবতলীতে থাকতেন।

[৬] হাইওয়ে পুলিশ জানায়, ভোরে গাবতলী থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে বাইপাইলের উদ্দেশ্যে রওনা হন রিয়াদ নামের ওই যুবক। পরে রাজফুলবাড়িয়া এলাকায় মোটরসাইকেলটি সামনে থাকা একটি দ্রুতগতির কাভার্ডভ্যানকে ওভারটেকিংয়ের চেষ্টা করে। এ সময় দুর্ঘটনাবশত কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান চালক ও রিয়াদ নামে ওই আরোহী।

[৭] স্থানীয়দের সহায়তায় তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

[৮] সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহহেল বাকী জানান, মরদেহ সাভার মডেল থানা-পুলিশের হেফাজতে হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়