শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংসদের মুলতবি অধিবেশন শুরু, আইন প্রণয়ন কার্যক্রম চলছে

মনিরুল ইসলাম: [২] চলতি একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনের মুলতবি অধিবেশন আজ সকাল ১১ টায় আবার শুরু হয়েছে। আজ হচ্ছে তৃতীয় কার্যদিবস। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত রয়েছেন।

[৩] আজকের দিনের কার্যসূচিতে রয়েছে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর, ৭১ বিঁধিতে মনোযোগ আকর্ষণ নোটিশের নিষ্পত্তি, উপস্থাপনীয় কাগজপত্র এবং আইন প্রণয়ন কার্যাবলী বলে পড়ে শোনান। পরে তিনি বলেন প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর এবং ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণ নোটিশ নিষ্পত্তি স্থগিত রাখা হলে বলে ঘোষণা দেন।

[৪] এরপর শুরু হয় আইন প্রণয়ন কার্যাবলী। গৃহায়ণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ' গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল- ২০২০ পাসের জন্য সংসদে বিলটি উত্থাপন করবেন। বিলটি নিয়ে আলোচনা চলছে।

[৫] সংসদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র বার্ষিক প্রতিবেদন ২০১৮-২০১৯ সংসদে উত্থাপন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। পরে আইন প্রণয়ন কার্যক্রম শুরু হয়।

[৬] সংসদ সচিবালয় সূত্র জানায়, আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দু’টি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি বিল পাসের কথা রয়েছে। এছাড়া অনির্ধারিত আলোচনা হতে পারে।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর থেকে চলতি সংসদের নবম অধিবেশন শুরু হয়। করোনা পরিস্থিতির কারণে অধিবেশনে কঠোর স্বাস্থ্য সতর্কতা অনুসরণ করা হয়েছে। শতভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্প সংখ্যক সংসদ সদস্য অধিবেশনে অংশ নিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়